Tuesday, August 26, 2025

ফের নিম্নচাপ, উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দু’দিন

Date:

সেপ্টম্বরের ১০ তারিখ পেরিয়ে গিয়েছে। তবু বৃষ্টি বা ভ্যাপসা গরম পিছু ছাড়ছে না। রোদ-গরম বাড়লেই নেমে আসছে বৃষ্টি। সেই সঙ্গে বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি।আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি পেলেও, দক্ষিণবঙ্গে হবে খনিকের ঝিরঝিরে বৃষ্টি।

আরও খবর : আত্মহত্যা রুখে বধূকে ভাত খাইয়ে, বুঝিয়ে ঘরে ফেরাল পুলিশ

বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ।তার জেরেই আগামী দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভবনা গাঙ্গেয় বঙ্গে। হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও।তবে সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুদুয়ার, কোচবিহার প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে।

আরও খবর : “ভোটব্যাঙ্কের রাজনীতি করছে তৃণমূল”, আগামী নির্বাচনে তাদের উৎখাতের ডাক নাড্ডার

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকায় বাতাসে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। গলগলিয়ে ঘাম হচ্ছে। আর তার জেরেই হাঁসফাঁস অবস্থা। নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি, আদ্রতা দুই থাকবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর : রুটি-আচারের জীবন কাটিয়ে দুটি বাংলোর মালিক বলিউডের ‘কুইন’

এবছর বর্ষা ঢুকেছে জুনের প্রথম সপ্তাহেই। পশ্চিমবঙ্গে টানা দু-তিন দিন প্রবল বৃষ্টি না-হলেও নিয়মিত বৃষ্টিতে এবছর আর কোনও ঘাটতি নেই। বরং অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টি বেশিই হয়েছে।সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কম-বেশ বৃষ্টি চলতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

ধান উৎপাদনে দেশের সেরা বাংলা: বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

ধান উৎপাদনে বাংলা(Bangla) এবার সারা ভারতবর্ষে প্রথম। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এই কথা জানিয়ে বর্ধমান জেলাকে...

ক্রকসের জুতোর ম্যাজিক কী? কেন প্রায় সবার পায়ে? কেন দাম বেশি?

'ক্রকস' এখন পায়ে পায়ে। সবচেয়ে হালকা, আরামদায়ক এবং বায়ু চলাচলের সুবিধা রয়েছে যা পায়ের জন্য অত্যন্ত ভালো। ক্রকস...

চলতি বছরের শেষেই সিনেমায় প্রসেনজিতের ছেলে ‘মিশুক’!

'ছোট্ট জিজ্ঞাসা' নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এখন নিজেই টলিউডের 'ইন্ডাস্ট্রি' ম্যান। বাংলা বিনোদন জগতের 'অমরসঙ্গী' নায়ক...

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...
Exit mobile version