Tuesday, August 26, 2025

হাওড়া এবং শিয়ালদহ শাখায় চালু হচ্ছে রেল পরিষেবা! রাজ্যকে চিঠি রেলের

Date:

নিউ নর্মাল আবহে খুলতে চলেছে মেট্রোর দরজা। কিন্তু রাজ্যে কবে চলবে লোকাল ট্রেন? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। নবান্ন আগেই লোকাল ট্রেন চালানো নিয়ে সবুজ সংকেত দিয়েছিল। এবার শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল চালানোর বিষয়ে আলোচনা চেয়ে নবান্নে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে প্রস্তুতি শুরু হয়েছে। দূরত্ববিধি বজায় রেখে গোল দাগ আঁকা হয়েছে। যদিও এই অবস্থায় রেলের সঙ্গে বৈঠক নিয়ে নবান্ন কী ভাবছে সে সম্পর্কে কষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহের রেল রাজ্যের মধ্যে বৈঠক হতে পারে। লোকাল ট্রেন পরিষেবার ভবিষ্যৎ কী হবে, সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

১৩ সেপ্টেম্বর শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেল চালানো হবে। রাজ্যের পরামর্শ মেনে ইতিমধ্যে গাইড লাইন তৈরি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে রেলের এক কর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে রাজি দুই সরকারই। নবান্নের মত থাকলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। তবে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করতে চাইছেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাওড়া-শিয়ালদহ শাখা মিলিয়ে দৈনিক প্রায় ২৭ লক্ষ যাত্রী চলাচল করেন। নবান্নের সঙ্গে বৈঠকের পরই ট্রেন চালানো নিয়ে দিনক্ষণ এবং গাইডলাইন চূড়ান্ত করা হবে।

গত ২৮ আগস্ট রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহামারি পরিস্থিতিতে সতর্কতা মেনে রেল পরিষেবা চালু করলে রাজ্যের আপত্তি নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এদিকে ভাইরাস সংক্রমণ রুখতে শহর ও শহরতলির ট্রেনের আদর্শ আচরণ বিধি তৈরি করতে চাইছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক কর্তা বলেন, মেট্রোর দিকে নবান্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করা যায় লোকাল ট্রেনের বিষয়ক তেমনই সহযোগিতা করবে নবান্ন।

আরও পড়ুন- 63 নম্বরে নাম! শিব- মেননকে ফোন ক্ষুব্ধ শোভনের

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version