Thursday, August 28, 2025

‘জোর করে নেওয়া বয়ান’ প্রত্যাহার করলেন রিয়া, আজ ফের জামিনের শুনানি

Date:

রিয়া চক্রবর্তী-মামলায় নতুন মোড়৷

জোর করে তাঁর কাছ থেকে অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা হয়েছে৷ চাঞ্চল্যকর এই অভিযোগ এনে হেফাজতে থাকা অভিনেত্রী রিয়া সমস্ত অপরাধমূলক স্বীকৃতি প্রত্যাহার করে নিলেন৷

মাদককাণ্ডে NCB-র হাতে গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তীর জামিনের আর্জি মঙ্গলবার রাতেই খারিজ করেন ম্যাজিস্ট্রেট৷ NCB-র দাবি মেনে রিয়ার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতই মঞ্জুর করা হয়৷
ম্যাজিস্ট্রেটের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার সকালেই সেশন কোর্টে রিয়ার নতুন জামিনের আবেদন দাখিল করেন অভিযুক্তর আইনজীবী সতীশ মানেসিন্ধে। ওই আবেদনে মানেসিন্ধে বলেছেন, তাঁর মক্কেল রিয়া চক্রবর্তী ‘নির্দোষ’, তাঁকে এই মামলায় মিথ্যা ফাঁসানো হচ্ছে। হলফনামায় বলি হয়েছে, রিয়া কোনও অপরাধ করেননি।

আজ, বৃহস্পতিবার মুম্বই সেশন কোর্টে এই জামিনের আবেদনের শুনানি হবে। সেশন কোর্টে পেশ করা জামিনের এই আবেদনেই রিয়া NCB-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে নিজের বয়ান ফেরত নিয়েছেন৷
জামিনের আর্জিতে রিয়ার বক্তব্য, জোর করে তাঁকে দিয়ে অপরাধমূলক স্বীকারোক্তি করিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও গুরুতর অভিযোগ এনে রিয়া চক্রবর্তী হলফনামায় বলেছেন, “গত রবিবার থেকে টানা তিনদিন জেরা করেছেন NCB অফিসাররা৷ জেরার সময় একজনও মহিলা অফিসার ছিলনা, অথচ আইন অনুসারে মহিলা অফিসার থাকা বাধ্যতামূলক”। রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে এই প্রসঙ্গে শীলা বারসে বনাম মহারাষ্ট্র সরকারের একটি মামলার দৃষ্টান্ত তুলে ধরেছেন৷ রিয়ার আর্জিতে বলা হয়েছে, “মহিলা অভিযুক্তদের জেরার সময় মহিলা পুলিশ বা কনস্টেবেল থাকা বাধ্যতামূলক। আদালতের সেই গাইডলাইন NCB
মেনে চলেনি৷

এই আর্জির ভিত্তিতেই আজ সেশন কোর্টে রিয়ার জামিনের আবেদনের শুনানি হবে৷ প্রসঙ্গত, দেশের বিচার প্রক্রিয়ায় বলা আছে, কোনও ধারায় যদি ১০ বছর বা তার বেশি সাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই মামলায় জামিন মঞ্জুর করবার এক্তিয়ার কোনও ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিচারকের নেই। রিয়ার উপর দেওয়া একাধিক ধারার অন্যতম, NDPS আইনের ২৭ (এ) ধারা৷ এই ধারায় অভিযোগ প্রমানিত হলে কমপক্ষে ১০ বছর, এবং সর্বাধিক ২০ বছর পর্যন্ত সাজা হতে পারে। সম্ভবত জামিন দেওয়ার এক্তিয়ার না থাকার কারনেই মঙ্গলবার রিয়ার আর্জি খারিজ করেন বিচারক৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version