Monday, November 3, 2025

হাওড়া এবং শিয়ালদহ শাখায় চালু হচ্ছে রেল পরিষেবা! রাজ্যকে চিঠি রেলের

Date:

নিউ নর্মাল আবহে খুলতে চলেছে মেট্রোর দরজা। কিন্তু রাজ্যে কবে চলবে লোকাল ট্রেন? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। নবান্ন আগেই লোকাল ট্রেন চালানো নিয়ে সবুজ সংকেত দিয়েছিল। এবার শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল চালানোর বিষয়ে আলোচনা চেয়ে নবান্নে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে প্রস্তুতি শুরু হয়েছে। দূরত্ববিধি বজায় রেখে গোল দাগ আঁকা হয়েছে। যদিও এই অবস্থায় রেলের সঙ্গে বৈঠক নিয়ে নবান্ন কী ভাবছে সে সম্পর্কে কষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহের রেল রাজ্যের মধ্যে বৈঠক হতে পারে। লোকাল ট্রেন পরিষেবার ভবিষ্যৎ কী হবে, সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

১৩ সেপ্টেম্বর শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেল চালানো হবে। রাজ্যের পরামর্শ মেনে ইতিমধ্যে গাইড লাইন তৈরি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে রেলের এক কর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে রাজি দুই সরকারই। নবান্নের মত থাকলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। তবে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করতে চাইছেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাওড়া-শিয়ালদহ শাখা মিলিয়ে দৈনিক প্রায় ২৭ লক্ষ যাত্রী চলাচল করেন। নবান্নের সঙ্গে বৈঠকের পরই ট্রেন চালানো নিয়ে দিনক্ষণ এবং গাইডলাইন চূড়ান্ত করা হবে।

গত ২৮ আগস্ট রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহামারি পরিস্থিতিতে সতর্কতা মেনে রেল পরিষেবা চালু করলে রাজ্যের আপত্তি নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এদিকে ভাইরাস সংক্রমণ রুখতে শহর ও শহরতলির ট্রেনের আদর্শ আচরণ বিধি তৈরি করতে চাইছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক কর্তা বলেন, মেট্রোর দিকে নবান্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করা যায় লোকাল ট্রেনের বিষয়ক তেমনই সহযোগিতা করবে নবান্ন।

আরও পড়ুন- 63 নম্বরে নাম! শিব- মেননকে ফোন ক্ষুব্ধ শোভনের

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version