Monday, November 3, 2025

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

Date:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও ‘চমক ভরা ধনতেরস ২০২৫’ – এই দুই লাকি ড্র-এ অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে। সংস্থার দুই লাকি ড্র-এ চলা অফার দুটি কলকাতা ও ত্রিপুরার সংস্থার সব শোরুমে ১৫-২৮ সেপ্টেম্বর ও ১০-২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই দুই বিশেষ অফারে কেনাকাটার কুপনের মধ্যে মেগা লাকি ড্র (mega lucky draw) অনুষ্ঠিত হয় ১ নভেম্বর।

প্রতিটি ড্র-এর আগে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কুপনগুলি মিশিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ মিস খুমজার দেববর্মা (Khumjar Debbarma) উপস্থিত থেকে বিজয়ী কুপনগুলি তোলেন এবং সৌভাগ্যবান গ্রাহকদের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, খুমজার দেববর্মাকে গত বছর শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর (Shyam Sundar Co. Jewellers) যুব মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর তিনি ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ খেতাব জিতে এই বছরের অগাস্ট মাসে জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স–ইন্ডিয়া’ ফাইনাল-এ অংশগ্রহণ করেন। দিনের অনুষ্ঠান শুরু হয় খুমজার দেববর্মাকে সংবর্ধনা জানিয়ে — ত্রিপুরায় সেরার মুকুট জেতার জন্য এবং পরবর্তী সময় ভারতের অন্যান্য রাজ্যের বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে জাতীয় স্তরে অংশ নিয়ে রাজ্যের সম্মান বাড়ানোর জন্য। একই সঙ্গে ত্রিপুরার তরুণ প্রজন্মকে আত্ম বিশ্বাসী করে তোলা ও মানসিকভাবে জোর বাড়ানোর জন্য এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর যুব মুখ হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য।

সংবর্ধনা ও আন্তরিক ভালোবাসায় ভরা অনুষ্ঠানের পর শুরু হয় লটারি ড্র, যেখানে ত্রিপুরার এই স্বর্ণকন্যা সমস্ত কুপনের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের বেছে নেন এবং তাঁদের নাম ঘোষণা করেন। পাঁচজন সৌভাগ্যবান গ্রাহক হলেন: ১. শ্রীমতী তপশ্রী দেব … H 1827। ২. শ্রী দীপক ভট্টাচার্য… J 1911। ৩. শ্রীমতী কুকিলা কলাই … M 2603। ৪. শ্রীমতী দীপান্বিতা রানা… SPLC 8। ৫. শ্রী অংশ সাহা … E 1018

পুরস্কার হিসেবে প্রাপ্ত স্কুটির (scooty) চাবি আগামী মাসে এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। খুমজার দেববর্মা (Khumjar debbarma) বলেন, ‘আজ এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে ত্রিপুরার (Tripura) যুব মুখ হিসেবে তুলে ধরার জন্য এবং আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই’। তিনি আরও যোগ করেন, ‘আমি মেগা ড্র-এর বিজয়ীদেরও অভিনন্দন এবং তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই’।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর  ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘খুমজার দেববর্মা আমাদের ত্রিপুরার যুব মুখ — তিনি ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ খেতাব জিতেছেন ও জয়পুরের ফাইনালে অংশ নিয়েছেন বলে আমরা অত্যন্ত গর্বিত। আজকের এই সংবর্ধনা আসলে আমাদের আনন্দ ও গর্বের প্রকাশ — খুমজারের সাফল্য আমাদের প্রত্যাশাকে আরও উজ্জ্বল করেছে’।

আরও পড়ুন: বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘আমরা আমাদের সকল গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই — তাঁদের অপরিসীম ভালোবাসা ও সমর্থনই আমাদেরকে প্রতিনিয়ত আরো ভালো কাজ করার ও গ্রাহক সেবায় মনোযোগী করে তোলে’। তিনি আরও বলেন, ‘আমরা এই সুযোগে মেগা ড্র-এর সৌভাগ্যবান বিজয়ীদের অভিনন্দন এবং আগত মরসুমের জন্য আমাদের সকল গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা জানাই’।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version