Thursday, November 6, 2025

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

Date:

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই নিয়ে কঠোর অবস্থান নিল পুলিশ। কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটা কাণ্ডে গ্রেফতার খিদিরপুর কর্তা আকাশ দাস(Akash Das)। প্রসঙ্গত গতকাল থেকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে দুটি ক্লাবের নাম  ম্যাচ গড়াপেটায় জড়িয়েছিল। তার মধ্যে একটি খিদিরপুর ক্লাব। দুই ক্লাব মিলিয়ে তিন ফুটবলার এবং এক সহকারী কোচের বিরুদ্ধে গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এবার খিদিরপুর ক্লাবের কর্তাকে গ্রেফতার করল লাল বাজার।

কয়েকদিন আগেই আইএফএ সচিব  অনির্বাণ দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সিপি মনোজ ভর্মার সঙ্গে বৈঠক করেন।  ম্যাচ গড়াপেটার তদন্তে এরপরই অগ্রপতি পায়।

গত জুলাই মাসে ম্যাচ গড়াপেটার  অভিযুক্তদের সাময়িক ভাবে নিষিদ্ধ ঘোষণা করে আইএফএ। জবাব চাওয়া হয়েছিল ক্লাব কর্তৃপক্ষদের থেকেও। ওই সময় থেকেই ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।পুলিশ সূত্রে দাবি, খিদিরপুর ক্লাবের ওই কর্তাই ম্যাচ গড়াপেটাকাণ্ডের কিংপিন। গতকাল লালবাজারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ম্যাচ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার খিদিরপুর কর্তা আকাশ দাস ও মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে ১৬ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হল। সোমবারই তাদের নগর দায়রা আদালতে পেশ করা হয় ম্যাজিস্ট্রেট জয়দীপ ভট্টাচার্যের এজলাসে। ১৭ ই নভেম্বর ফের আদালতে প্রডিউস করা হবে দুই অভিযুক্তকে।

সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে আইএফএ সচিব অনির্বাণ দত্ত গড়াপেটা রুখতে হেল্প লাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেন।। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, সারা দেশের মধ্যে কলকাতা পুলিশই প্রথম এ বিষয়ে গ্রেফতারির মতো নজির স্থাপন করেছে। যে সব ক্লাব এই কাজে জড়িত প্রমাণিত হলে তাদের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে বলেও তিনি জানান। তিনি এও মনে করেন এটা হিম শৈলের চূড়া মাত্র।আগামী দিনে আরো তথ্য সামনে আসবে । তবে এই গ্রেফতারির কারণে কলকাতা লিগের ফলাফলের ওপর কোনও প্রভাব পড়বেনা বলে তিনি জানান।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version