Thursday, August 28, 2025

আর কয়েক মাসের অপেক্ষা। একুশে রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলই কোমর বেঁধে ময়দানে নেমেছে। এরই মাঝে সোমেন মিত্রের প্রয়াণের প্রায় পাঁচসপ্তাহ পর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অধীর চৌধুরীকে। আর নতুনভাবে প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফের একবার বামেদের বার্তা দিলেন তিনি।

তিনি বলেন, “২০১৬-এর মতো ২০২১ নির্বাচনেও বামেদের সঙ্গে সমঝোতা করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আমরা। ২০১৬ সালের পর সিপিএমের মনে হয়েছিল, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাদের কোনও লাভ হয়নি। তারা আশানুরূপ ফল করতে পারেনি। ফলে গত বছর লোকসভা নির্বাচনের আগে জোট সিপিএম নিজেদের অবস্থান বদলে ছিল। কিন্তু আমরা অর্থাৎ কংগ্রেস জোটের পক্ষে ছিলাম। আমরা চাই বাম-কংগ্রেস ঐক্য আরও মজবুত হোক।”

এদিন প্রদেশ কংগ্রেস দফতর থেকে অধীর জানিয়ে দেন,
বাম-কংগ্রেস সম্পর্ক বা সমঝোতার সংযোগকারী হিসেবে অধীর চৌধুরী বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে দায়িত্ব দেন। আর এই কাজে তাকে সহযোগিতা করবেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, ঋজু ঘোষলারা।”

প্রদেশ কংগ্রেস সভাপতির আর্জি, বাংলার ধর্ম নিরপেক্ষে শক্তির প্রতীকের নাম জাতীয় কংগ্রেস। বিজেপির মতো বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম কংগ্রেস। তাই সবাইকে অনুরোধ, বিজেপি-তৃণমূলকে হঠাতে বাম-কংগ্রেস জোটের পক্ষে আসুন। একইসঙ্গে অধীর চৌধুরী আবেদন করেন, যাঁরা মান অভিমান করে কংগ্রেস ছেড়েছেন তাঁরা দলেরফিরে আসুন। আপনাদের যথাযোগ্য সম্মান দেবো। করোনা সংকট কাটলেই আন্দোলনে পথে নামা হবে বলেও জানান তিনি।

বামেদের পক্ষ থেকে কী তাঁকে কোনও শুভেচ্ছা বার্তা দিতে কেউ যোগাযোগ করেছিলেন? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, গতকাল রাত থেকে বামেদের অনেক নেতাই তাঁকে ফোন করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন। এবার জোট নিয়ে আলোচনা শুরু হবে। জোটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি।

অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয় কংগ্রেসের রীতি অনুযায়ী “এক ব্যাক্তি এক পদ”, সেক্ষেত্রে সংসদে কংগ্রেসের দলনেতা হিসেবে তিনি কিভাবে থাকবেন? যথারীতি এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, এটা সম্পূর্ণ এআইসিসি ব্যাপার। ওদের সিদ্ধান্ত। তাঁকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই পালন করবেন তিনি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version