Saturday, August 23, 2025

মহারাষ্ট্রের জোট সরকারকে অপদস্থ করতে বিজেপির দাবার বোড়ে হয়ে কাজ করছেন কঙ্গনা রানাওয়াত। ওকে আদৌ গুরুত্ব দেওয়ার দরকার নেই। বরং ওকে পুরোপুরি উপেক্ষা করুন। সেটাই সঠিক পথ। কঙ্গনা রানাওয়াত ইস্যুতে শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই রাজনৈতিক পরামর্শ দিলেন জোটসঙ্গী এনসিপির প্রধান শারদ পাওয়ার।

প্রবীণ রাজনীতিবিদ পাওয়ার কঙ্গনা ইস্যুতে উদ্ধবকে বলেন, বোঝাই যাচ্ছে এই অভিনেত্রী এখন বিজেপির হাতের পুতুল। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধিতা করতে না পেরে বিজেপি- ঘনিষ্ঠ এই মহিলাকে নামিয়েছে পদ্ম শিবির। মহারাষ্ট্র সম্পর্কে কঙ্গনার উল্টোপাল্টা নানা মন্তব্য নিয়ে রাজ্যের সাধারণ মানুষ এমনিতেই বিরক্ত। কিন্তু শিবসেনা বারবার ওর সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ায় বাড়তি প্রচার পেয়ে যাচ্ছেন কঙ্গনা। উল্টে শিবসেনা ও রাজ্য সরকারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। আর তাতে উদ্দেশ্য পূরণ হচ্ছে বিজেপিরই। পাওয়ার বলেন, কঙ্গনা ইস্যুতে বিএমসি সাত তাড়াতাড়ি ওর অফিস ভেঙে না দিয়ে আইনি পথেই এগোতে পারত। উল্টে যা হল, তাতে বেআইনি দখলদারির ইস্যু পিছনে পড়ে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠছে। বিজেপি এটাই চাইছিল। ওরা চাইছে, বিজেপির দাবার বোড়ে হয়ে কঙ্গনা প্ররোচনামূলক নানা মন্তব্য করুন ও শিবসেনা তার প্রতিক্রিয়া দিক। কিন্তু এই ফাঁদে পা দিলে সরকারের ভাবমূর্তিরই ক্ষতি হচ্ছে। অযথা বিতর্ক তৈরি হচ্ছে। পাওয়ার বলেন, এই অভিনেত্রী এমন কেউ নন যে ওর সব কথায় এত গুরুত্ব দিতে হবে। উপেক্ষাই এক্ষেত্রে উপযুক্ত কৌশল।

p

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version