Wednesday, August 27, 2025

কঙ্গনার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি! এবার শিবসেনা সরকারের ড্রাগ মামলা

Date:

শিবসেনা-কঙ্গনা রানাওয়াতের মধ্যে লড়াই এবার ব্যক্তিগত প্রতিহিংসার লড়াইয়ে পৌঁছে গেল। কঙ্গনার ‘বেআইনি’ নির্মাণ ভেঙে দেওয়ার পর এবার কঙ্গনার বিরুদ্ধে ড্রাগ মামলা দায়ের করার নির্দেশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কঙ্গনার বিরুদ্ধে এই মামলা শুরু করতে পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন। পুলিশ এখন মামলাটির গতিপ্রকৃতি খতিয়ে দেখছে।

মুম্বই পুলিশের ক্ষেত্রে এই মামলার একমাত্র সাক্ষী অভিনেতা শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমন। অধ্যয়নের সঙ্গে কঙ্গনার একসময়ে সম্পর্ক ছিল। তাঁরা ডেট করতেন বলেও খবর। রিয়ার বিরুদ্ধে ড্রাগ নিয়ে কঙ্গনা সরব হওয়ার পরেই মুখ খোলেন অধ্যয়ন। তিনি বলেন, কঙ্গনা নিজেই ড্রাগ নিত। আমি তার সাক্ষী। এই সাক্ষাৎকারের অভিযোগকে মূল প্রতিপাদ্য করে মহারাষ্ট্রের দুই বিধায়ক সুনীল প্রভু ও প্রতাপ সারনায়েক সরকারের কাছে অভিযোগ জানান, এবং বলেন বিষয়টি নিয়ে তদন্ত করুক সরকার। এই দুই বিধায়কের অভিযোগকে ভিত্তি করেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মুম্বই পুলিশকে এ নিয়ে মামলা দায়ের করে তদন্ত করার নির্দেশ দেন।

ঘটনার পাল্টা কঙ্গনা বলেন, ঠাকরে সরকার যে কতখানি ভীতু তা বোঝা যাচ্ছে। কখনও বাংলো ভাঙছে তো কখনও ড্রাগের মামলা দিচ্ছে। আমি আরও অনেক মামলার জন্য অপেক্ষা করছি। কিন্তু এভাবে কি সত্য চাপা থাকবে, না মানুষকে ভুল বোঝানো যাবে?

আরও পড়ুন- শিবসেনাকে ভীতু, কাপুরুষ বলে কটাক্ষ করলেন কঙ্গনার মা

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version