লকডাউনে ফের অগ্নিকাণ্ড! এবার মহেশতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

লকডাউনে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা! এবার ভয়াবহ আগুন লাগল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার একটি প্লাস্টিক কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। দমকলকর্মীরা খুব তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগাছিয়া- বাগপোতার “এসএম ইন্ডাস্ট্রিয়াল প্লাজা” নামের এই প্লাস্টিক কারখানায় আজ, শুক্রবার বিকেলে সাড়ে চারটের নাগান প্রথম আগুন দেখতে পান। এরপর দমকলে খবর দেওয়া হয়।

তবে লকডাউন থাকায় এদিন কারখানা বন্ধ ছিল। তাই ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেই কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল গোটা এলাকায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

আরও পড়ুন- করোনা-কারনে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণও করা যাবে না

Previous articleকরোনা-কারনে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণও করা যাবে না
Next articleপুজোর আগেই রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন