করোনা-কারনে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণও করা যাবে না

মহামারি নিরাপত্তা বিধির কথা মাথায় রেখে চলতি বছরে মহালয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের তিনটি ঘাটে কোনটিতেই তর্পণ হবে না। এছাড়া মন্দির খোলা থাকবে কিনা তা নিয়ে পুলিসের সঙ্গে বৈঠক করবে মন্দির কমিটি। তার পর সিদ্ধান্ত ঘোষণা করা হবে৷ প্রসঙ্গত, প্রতি বছরের মহালয়ার দিন হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করেন৷

আরও পড়ুন- দাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক

Previous articleদাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক
Next articleলকডাউনে ফের অগ্নিকাণ্ড! এবার মহেশতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন