আয়ুষ্মান ভারত লাগু না করায় পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে সুপ্রিম নোটিশ

আয়ুষ্মান ভারত প্রকল্প কেন রাজ্যে লাগু করা হয়নি? পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে নোটিশ দিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে উত্তর দিতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।

যে চারটি রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে, সেগুলি হল পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িশা ও তেলেঙ্গানা। আয়ুষ্মান যোজনা হল কেন্দ্রের একটি স্বাস্থ্য যোজনা, যে প্রকল্পে আর্থিকভাবে দুর্বল শ্রেণি অর্থাৎ বিপিএল তালিকা ভুক্তদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিমা। এই প্রকল্পের সঙ্গে যাঁরা জুড়বেন, সেই সব পরিবার সর্বাধিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমা পাবেন। সম্প্রতি খবর এসেছিল, গরিবি সীমার উপরে থাকা ৪৫ কোটি ভারতবাসীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের ভিতরে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে। আর তা সফল হলে পৃথিবীর একমাত্র বিমা পলিসির আখ্যা পেত আয়ুষ্মান ভারত, যার সুবিধা পেতেন ৪৫ কোটি ভারতবাসী। তবে এখানেকিছু টাকা অবশ্যই দিতে হবে। বাজারে চলতি বিমাগুলির প্রিমিয়ামের চাইতে এর প্রিমিয়াম এক-তৃতীয়াংশ। এখন পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলি কী উত্তর দেয় সেটাই দেখার।

আরও পড়ুন : ‘একবিংশ শতাব্দীর শিক্ষানীতি দেশকে নতুন দিক নির্দেশ করবে’, বার্তা প্রধানমন্ত্রীর