কর ফাঁকির অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে! মাদ্রাজ হাইকোর্টের নোটিশ গায়ককে

এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ গায়ক-সুরকার এ আর রহমনের বিরুদ্ধে। কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতেই অস্কারজয়ী গায়ক-কে নোটিশ পাঠাল মাদ্রাজ হাইকোর্ট। ২০১১-২০১২ আর্থিক বর্ষে এ আর রহমান একটি বিরাট অঙ্কের কর ফাঁকি দেন। একটি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তিনি প্রায় ৩ কোটিরও বেশি টাকা আয় করেছেন বলে আয়কর দফতরের অভিযোগ।

আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী পরামর্শক টি আর সেনথিল কুমারের মতে, ২০১১-২০১২ আর্থিক বর্ষে ব্রিটেনের একটি টেলিকম কোম্পানির সঙ্গে গায়কের একটি রিংটোন বানানোর চুক্তি হয়েছিল। সেখান থেকে এ আর রহমানের আয় হয় ৩.৪৭ কোটি টাকা। এই চুক্তিটি তিন বছর স্থায়ী হয়েছিল। আয়কর দফতরের অভিযোগ, কর ফাঁকির দেওয়ার জন্যই রহমান ওই টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে গায়ক নিজের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে নেন।

আরও পড়ুন- রাজ্যে করোনা আক্রান্ত ২ লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৪ হাজারের দোরগোড়ায়

আয়কর দফতরের দাবি, ” সুরকার-গায়ক এ আর রহমান যে টাকা আয় করেছেন তা করযোগ্য। কিন্তু আয়কর আইন অনুযায়ী কোন দাতব্য সংস্থার আয়কর নেওয়া হয় না। কিন্তু গায়ক ওই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই নিজের টাকা আদান-প্রদান করেছেন। যা একেবারেই গণ্য নয়।” গায়কের এহেন কাজের জন্যই আয়কর দপফতর দ্বারস্থ হয় মাদ্রাজ হাইকোর্টের। এরপর বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবনানি সুব্বারোয়ানের ডিভিশন বেঞ্চে অস্কারজয়ী এ আর রহমানকে নোটিশ পাঠায়।

আরও পড়ুন- লঙ্কার ঝাঁঝের পরে আমের রস: জালিয়াতি চক্রে নাজেহাল রেলওয়ে