Sunday, August 24, 2025

সিনেমায় কাজের পরিবর্তে জামা খোলার ‘নির্দেশ’, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

Date:

ফের মিটু- র অভিযোগ সিনে দুনিয়ার অন্দরে। এবার অভিযোগ বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। সিনেমায় সুযোগ দেওয়ার পরিবর্তে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী তথা মডেল পাওলা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাজিদের বিরুদ্ধে সরব হয়েছেন পাওলা। ফারহা খানের ভাই সাজিদ খানের সম্পর্কে তিনি বলেছেন, ‘হাউসফুল’ সিনেমার শুটিং শুরু হওয়ার আগে পরিচয় হয় পরিচালকের সঙ্গে। পাওলার অভিযোগ, সেই সময় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাঁকে জামাকাপড় খুলে ফেলে নগ্ন হতে বলেছিলেন সাজিদ। এখানেই শেষ নয়, অভিনেত্রীর অভিযোগ পরিচালক গোলমালের শুটিং চলাকালীন অশালীন আচরণ করেন। তখন তাঁর ১৭ বছর বয়স। জোর করে তাঁকে ছোঁয়ার চেষ্টাও করেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন মডেল।

বলিউডে মিটু নিয়ে প্রথম সরব হন আয়েশা টাকিয়া। এরপরই মুখ খোলেন একের পর এক অভিনেত্রী থেকে মডেল। বলিউডে মিটু পর্বের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগ জমা পড়ে সাজিদের বিরুদ্ধে। রাচেল হোয়াইট, মন্দানা করিমি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। সাজিদের প্রাক্তন বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও একই অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে। এরপরই হাউসফুল ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালককে।

স্পষ্টতই, ফের মিটু উত্তাল বি টাউন। কিন্তু এত বছর পর কেন অভিনেত্রী তথা মডেল পাওলা সাজিদের বিরুদ্ধে সরব হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরও দিয়েছেন পাওলা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। একইসঙ্গে ছিল কাজ হারানোর ভয়। তিনি বলেন, “তখন বলিউডে কাজ হারানোর ভয়ে মুখ খুলতে পারিনি। কিন্তু সত্যিটা সামনে আসা দরকার ছিল। তাই এখন সব কিছু জানলাম।”

আরও পড়ুন-অমিতাভ-রাজকুমার হিরানিদের বেআইনি নির্মাণে ছাড়পত্র, সংঘাতের আবহে চাঞ্চল্যকর তথ্য

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version