Saturday, November 15, 2025

সিনেমায় কাজের পরিবর্তে জামা খোলার ‘নির্দেশ’, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

Date:

ফের মিটু- র অভিযোগ সিনে দুনিয়ার অন্দরে। এবার অভিযোগ বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। সিনেমায় সুযোগ দেওয়ার পরিবর্তে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী তথা মডেল পাওলা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাজিদের বিরুদ্ধে সরব হয়েছেন পাওলা। ফারহা খানের ভাই সাজিদ খানের সম্পর্কে তিনি বলেছেন, ‘হাউসফুল’ সিনেমার শুটিং শুরু হওয়ার আগে পরিচয় হয় পরিচালকের সঙ্গে। পাওলার অভিযোগ, সেই সময় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাঁকে জামাকাপড় খুলে ফেলে নগ্ন হতে বলেছিলেন সাজিদ। এখানেই শেষ নয়, অভিনেত্রীর অভিযোগ পরিচালক গোলমালের শুটিং চলাকালীন অশালীন আচরণ করেন। তখন তাঁর ১৭ বছর বয়স। জোর করে তাঁকে ছোঁয়ার চেষ্টাও করেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন মডেল।

বলিউডে মিটু নিয়ে প্রথম সরব হন আয়েশা টাকিয়া। এরপরই মুখ খোলেন একের পর এক অভিনেত্রী থেকে মডেল। বলিউডে মিটু পর্বের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগ জমা পড়ে সাজিদের বিরুদ্ধে। রাচেল হোয়াইট, মন্দানা করিমি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। সাজিদের প্রাক্তন বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও একই অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে। এরপরই হাউসফুল ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালককে।

স্পষ্টতই, ফের মিটু উত্তাল বি টাউন। কিন্তু এত বছর পর কেন অভিনেত্রী তথা মডেল পাওলা সাজিদের বিরুদ্ধে সরব হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তরও দিয়েছেন পাওলা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। একইসঙ্গে ছিল কাজ হারানোর ভয়। তিনি বলেন, “তখন বলিউডে কাজ হারানোর ভয়ে মুখ খুলতে পারিনি। কিন্তু সত্যিটা সামনে আসা দরকার ছিল। তাই এখন সব কিছু জানলাম।”

আরও পড়ুন-অমিতাভ-রাজকুমার হিরানিদের বেআইনি নির্মাণে ছাড়পত্র, সংঘাতের আবহে চাঞ্চল্যকর তথ্য

Related articles

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...
Exit mobile version