Saturday, November 8, 2025

জমি দখল নিয়ে অশান্তির জেরে রণক্ষেত্র নদিয়ার শান্তিপুর। শনিবার সকালে দুদলের মধ্যে বোমাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কমব্যাট ফোর্স ও দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে অনেকদিন ধরেই মধ্যপাড়া, উত্তরপাড়া, ও দক্ষিণপাড়ার দুটি গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছে।
এই পরিস্থিতিতে শান্তিপুর-কালনা ঘাটের মধ্যে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। অধিগ্রহণের ফলে চলে যেতে পারে ওই এলাকায় তিনটি জমি। তা নিয়ে গুজব ছড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে বোমাবাজির পর শনিবার সকাল থেকেই ফের দু’পক্ষের বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি বোমা, ধারালো অস্ত্র উদ্ধার করেছে। অভিযোগ, বোমাবাজির ঘটনায় জড়িত স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারও। জমি অধিগ্রহণের টাকার ভাগ নিয়ে এই গোলমাল বলে অভিযোগ স্থানীয়দের।

ওই ঘটনায় শাসকদলের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁর অভিযোগ, টাকার ভাগ নিয়ে এর আগেও কিছু দুষ্কৃতী ওই এলাকায় অশান্তি সৃষ্টি করে। প্রশাসন সক্রিয় ভূমিকা নেওয়ায় তখনকার মতো শান্ত হয়। আবারও একই বিষয় নিয়ে এলাকায় অশান্তি হচ্ছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।
রানাঘাট পুলিশ জেলার সুপার ভি এস আর অনন্তনাগ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version