Sunday, November 9, 2025

স্থগিত অক্সফোর্ডের টিকার ট্রয়াল, দৌড়ে এগিয়ে ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’

Date:

ভারত বায়োটেক-এর ‘কোভ্যাকসিন’, জাইডাস ক্যাডিলার ‘জাইকভ ডি’ ‘কোভিশিল্ড’এর থেকে দৌড়ে এগিয়ে রইল। এখানে পিছিয়ে পড়ল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন। আপাতত সেরাম ইনস্টিটিউট জানিয়েছে ভারতে বন্ধ থাকবে কোভিশিল্ডের পরীক্ষা। তবে স্বস্তির খবর, পশুর ওপর ‘কোভ্যাকসিন’ প্রয়োগ করা হয়েছিল। যা সাফল্যের সঙ্গে উতরেছে দেশীয় ভ্যাকসিন, জানিয়েছে ভারত বায়োটেক।

বায়োটেকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পশুর শরীরের সক্রিয় ভাইরাস সংক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিরোধ করেছে ‘কোভ্যাকসিন’। মানুষের ওপরেও তা দ্রুত কার্যকরী হবে। গড়ে তুলবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি‌ ‘কোভিশিল্ড’ করোনা প্রতিষেধক তৃতীয় স্তরের ট্রায়ালে হঠাৎ বন্ধ হয়ে যায়। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনে এর ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্ধ হয়ে গেলেও সেরাম ইনস্টিটিউট মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল’ বন্ধ করতে চাইনি ভারতে। এরপর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া শো-কজ নোটিশ পাঠায় তাদের কাছে। জানতে চায় , কেন তারা প্রতিকুলতার কথা জেনেও পরীক্ষা বন্ধ করেনি। কেন তারা এই পরীক্ষায় আগ্রহী? ঠিক সেই সময়ই মদ বদল করে ‘কোভিশিল্ড’এর পরীক্ষা দেশে বন্ধ করে দেওয়া হয়।

সেরাম ইনস্টিটিউট জানিয়েছিল, সব ঠিক থাকলে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন আসবে চলতি বছরের নভেম্বরেই। কিন্তু এখন তা বন্ধ হওয়ায় একরকম চিন্তার ভাঁজ পড়েছে দেশবাসীর কপালে। ভ্যাকসিন আনার লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত বায়োটেক-এর ‘কোভ্যাকসিন’ এবং জাইডাস ক্যাডিলার ‘জাইকভ ডি’।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন, ভারত বায়োটেক-এর টিকা তৈরি হয়ে যাবে ডিসেম্বরেই। অর্থাৎ টিকাকরণ শুরু করা যাবে ২০২১-এর জানুয়ারি মাস থেকেই।

বিশেষজ্ঞদের কথায়, চলতি বছরের শেষে প্রতিষেধক আসলেও তা গণউৎপাদন করা সম্ভব নয়। তবে টিকার নিরাপত্তা, স্বেচ্ছাসেবীদের ওপর ট্রায়ালের রিপোর্ট সবটাই প্রতিমুহূর্তে বদলে যেতে পারে।

আরও পড়ুন- ড্রাগ কন্ট্রোলের নোটিশের পর ভারতে আপাতত অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version