আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ধস, চাঞ্চল্য ছড়াল এলাকায়

আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ধস নামার ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, পল্লীশ্রী থেকে সেতুতে ওঠার মুখে হঠাৎই ধস নামে। সেতুর বেশ কিছু অংশ নীচের দিকে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান আরামবাগ থানার পুলিশ। সংশ্লিষ্ট জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেতুর একাংশ দিয়ে যান চলাচল করছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতুতে ধস নামার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন : উত্তরপাড়ায় পুলিশ-প্রশাসনের নাকের ডগায় চলছে মদের ঠেক, ক্ষুব্ধ স্থানীয়রা