Thursday, August 21, 2025

রাত পোহালেই নিট, পরীক্ষার্থীদের স্বার্থে মেট্রো-সহ গণপরিবহন সচল থাকছে

Date:

করোনা আবহের মধ্যে রাত পোহালেই সর্বভারতীয় অভিন্ন মেডিক্যালের প্রবেশিকা নিট পরীক্ষা। যা নিয়ে সারা দেশের মতো এ রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলির প্ৰস্তুতি শেষ। রবিবার পশ্চিমবঙ্গ থেকে অংশ নেবে ৭৫ হাজার পড়ুয়া। পরীক্ষার কথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের স্বার্থ আগেই শনিবারের লকডাউন প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে করোনা মোকাবিলায় লকডাউন পর্বে দীর্ঘদিন স্তব্ধ থাকার পর মেট্রো রেলের চাকাও গড়াবে রবিবার থেকে। তবে আগামীকাল শুধুমাত্র পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাই মেট্রো চড়ার সুযোগ পাবেন। সকাল ১০টা থেকেই চালু হবে নিট স্পেশাল মেট্রো। সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। প্রতি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। সব মিলিয়ে রবিবার ৩৭ জোড়া নিট স্পেশাল ট্রেন চালাবে মেট্রো। তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত আরও অতিরিক্ত পাঁচটি আপ ট্রেনও চালাবে তারা। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে প্লাটফর্মে প্রবেশ করতে পারবেন। তারপর যাদের স্মার্ট কার্ড নেই, তাদের জন্য কাগজের টিকিট ইস্যু করা হবে।

পাশাপাশি রাজ্য সরকারের আর্জি মেনে আগামীকাল কলকাতা ও জেলায় অতিরিক্ত বাস নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন বেসরকারি বাস মালিকদের সংগঠন। ছুটির দিনে রাজ্যের পরিবহণ ব্যবস্থা সচল রাখতে বাড়তি বাস, ট্রাম, ফেরি সার্ভিস নিশ্চিত করেছে নবান্ন। যদিও লোকাল ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত হবেন পরীক্ষার্থীরা। প্রশাসনের কর্তাদের দাবি, স্বরাষ্ট্রসচিব অনেক আগেই রেল বোর্ডকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। ফলে তার খেসারত দিতে হবে পরীক্ষার্থীদেরই।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, নৈতিক দায়িত্ব পালনেই রবিবার রাস্তায় অতিরিক্ত বাস ও মিনিবাস নামবে। কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই পরীক্ষা দেবে। দূরপাল্লার বাসগুলিকে রবিবার পরিষেবা বৃদ্ধি ও প্রতিটি স্টপে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার অতিরিক্ত বাস চলবে। করোনা আবহে ক্ষতিস্বীকার করে পরিষেবা দিলেও পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশি সংখ্যায় বাস নামানো হবে। জেলাগুলিতেও একই নির্দেশ পাঠানো হয়েছে।

রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও জেলায় অতিরিক্ত সরকারি বাস চলবে। গরমের কথা মাথায় রেখে বেশি সংখ্যায় এসসি বাস চালানো হবে। একইসঙ্গে অতিরিক্ত ফেরি ও ট্রামও চালানো হবে শহরে।

আরও পড়ুন- ইউ এস ওপেনে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা, ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার-থিয়েম

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version