Monday, November 17, 2025

শোভনকে ল্যাম্পপোস্ট-থাম, অভিনেতা বলে কটাক্ষ করলেন দলের নেতা তথাগত!

Date:

অভিজিৎ ঘোষ

ইচ্ছাকৃতভাবে না বয়সকালে স্মৃতি বিশ্বাসঘাতকতা করল! বিজেপি নেতা তথাগত রায় তাঁর দলেরই সদ্য রাজ্য কমিটিতে আশা শোভন চট্টোপাধ্যায়কে জল-শোভন বলে কটাক্ষ করলেন। তাঁকে ল্যাম্পপোস্ট বললেন। শুধু তাই নয় অভিনেতা বলতেও কসুর করলেন না!

পরম্পরা মেনে রাইটস-এর প্রাক্তন ইঞ্জিনিয়ার এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের প্ররোচনামূলক পোস্ট অব্যাহত। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীদের তিনি যে ভাষায় কটাক্ষ করেছেন তা শোনা গিয়েছে একমাত্র কঙ্গনা রানাওয়াতের মুখে। কঙ্গনা যেমন মুখ্যমন্ত্রীকে তুই-তোকারি করে নেটিজেনদের ক্ষোভের মুখে। তেমনি পড়তে হলো তথাগতকেও।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলতে গিয়ে তথাগত ট্যুইটারে তাঁদের পদবী উল্লেখ করে ডাক নামে ডেকেছেন। শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ল্যাম্পপোস্ট বা থাম বলার লোভও সামলাতে পারেননি। তথাগতর এই অকারণ ব্রাহ্মণ্যবাদ নিয়ে ‘অসভ্যতা’ দেখে নাগরিক মহলে তুমুল সমালোচনা।

কী লিখেছেন তথাগত রায়? তিনি লিখছেন…”পশ্চিমবঙ্গের ল্যাম্পপোস্ট, না না ল্যাম্প-থাম উবাচ : তৃণমূল নাকি মেরুকরণের রাজনীতি করে না! আমার চোখের সামনে ভাসছে একটি দৃশ্য : ব্যানার্জি (মমতা), মুখার্জি (সুব্রত) এবং চ্যাটার্জি (জলশোভন) একসাথে নামাজের অভিনয় করছেন!” সমালোচনার লোভ সামলাতে পারেননি তথাগত। যে শোভন চ্যাটার্জিকে জলশোভন বলে কটাক্ষ করেছেন, সেই প্রাক্তন মেয়র যে সদ্য তাঁর দলের রাজ্য কমিটির সদস্য হয়েছেন, একথা বোধহয় ভুলে গিয়েছেন। নিন্দুকেরা তাই বলছেন, বয়স হলে স্মৃতি বিপথগামী হয়।

যদিও যে ট্যুইটারে তিনি বিপ্লব করেছেন, সেই ট্যুইটারে বাংলার জনগণ তাঁকে সমুচিত জবাব দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মসজিদে গিয়ে ফেজ টুপি পড়ে প্রার্থনা করার ছবি দিয়েছেন তাঁরা। তারপরেই প্রশ্ন, এগুলো তাহলে কী! এগুলো মেরুকরণ না সরলীকরণ? এ নিয়ে রীতিমতো হাসির উদ্রেক রাজনৈতিক মহলে।

রাজনৈতিক মহল অবশ্য তথাগতকে সিরিয়াসলি নেন না। কারণ বিজেপিই তাঁকে ধর্তব্যে রাখে না। তাই আড়াইশো জনের রাজ্য কমিটিতে তিনি উপেক্ষিত। তথাগতর এই ধরণের ‘অসংলগ্ন’ আচরণের যথাযথ জবাব দিতে পারবেন তাঁর সহোদর তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন : এক ব্যক্তি এক পদ নীতিতে লোকসভার কং দলনেতা অধীরের বদলে অন্য কেউ?

Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version