Saturday, August 23, 2025

রাজ্য জুড়ে আর পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। এবার লকডাউন থাকবে শুধুমাত্র কনটেনমেন্ট জোনে। অন্তত প্রশাসন সূত্রে এটাই খবর। কোভিড সংক্রমণ ঠেকাতে বারবার পূর্ণ লকডাউনের দাওয়াই কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণে নতুন করে আর পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, শুধু কনটেনমেন্ট জোনে লকডাউন করে সংক্রমণ রোধের চেষ্টা চলবে।

চেন ব্রেক করতে আনলক পর্বেও সপ্তাহে এক-দু দিন রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন পালিত হচ্ছিল। শুক্রবারও হয়েছে। কিন্তু এই পদক্ষেপেও সংক্রমণ পুরোপুরি যায়নি বলেই মত বিশেষজ্ঞদের। উল্টে লকডাউনে আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে এখন খুব প্রয়োজন না হলে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না সরকার। রবিবার, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার জন্য শনিবারের লকডাউন আগেই প্রত্যাহার করেছে রাজ্য সরকার।  এরপরেও আর এ ধরনের লকডাউন হবে না বলেই সূত্রের খবর।

লকডাউনের সময়ে সামগ্রিকভাবে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আনলক পর্বের শুরুতেই জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে পরিবহন খরচও। বহু মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এই পরিস্থিতিতে এখনও পূর্ণ লকডাউন চলতে থাকলে অর্থনৈতিক সমস্যা বাড়তেই থাকবে। এই যুক্তিতেই লকডাউনের পথে আর হাঁটতে চাইছে না কেন্দ্র। আর সে কারণেই কনটেনমেন্ট এলাকার বাইরে লকডাউনের সিদ্ধান্তের আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কথা বলা বাধ্যতামূলকও করেছে। এই পরিস্থিতিতে এখনই রাজ্যে আর পূর্ণ লকডাউন ঘোষণা হবে না বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : লকডাউনের সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ অফিসার সহ ৩

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version