Thursday, August 21, 2025

প্রশ্নোত্তর পর্বের দাবিতে সরব বিরোধীরা, পাল্টা জবাব প্রহ্লাদ যোশীর

Date:

সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকায় সরব বিরোধীরা। সরকার প্রশ্নকে ভয় পায় না। পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। পাল্টা জবাব লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। সোমবার, সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। মেয়াদ ১৮ দিন। এদিন সকালেই লোকসভায় একটি প্রস্তাব পাশ হয়- এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না। বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের মতে, সাংসদদের সরকারকে প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, “কোশ্চেন আওয়ার হল গোল্ডেন আওয়ার”। কিন্তু কেন্দ্র বলছে, এই পরিস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়া হবে। অধীর চৌধুরীর মতে, “আপনারা গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে মারতে চাইছে”।

প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার বিরোধিতা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সহ অনেকেই। তাদের মতে, যদি সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদের অধিবেশন শুরু করা যায়, তাহলে প্রশ্ন করার সময় কি এমন হবে যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে?

তব, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, সরকার প্রশ্নকে ভয় পায় না। কিন্তু এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে। ৮০০-৮৫০ জন এমপিকে নিয়ে অধিবেশন হয়”।

সংসদের অধিবেশন দৈনিক চার ঘণ্টা করে। সপ্তাহে সাতদিনই অধিবেশন চলবে। কেবল লিখিতভাবে প্রশ্ন করা যাবে। লিখিতভাবেই তার জবাব দেওয়া হবে।

আরও পড়ুন-লকডাউনই কমিয়েছে মৃত্যুর হার, দেশে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী: হর্ষ বর্ধন

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version