ভোটের মুখে তৃণমূলের ‘হিন্দি সেল’

হিন্দি দিবসে নতুন উদ্যোগ তৃণমূলের। হিন্দি ভাষাভাষীদের সঙ্গে সংযোগ আরও বাড়ানোর চেষ্টায় হিন্দি সেল তৈরি করল রাজ্যের শাসকদল। এই সেলের চেয়ারম্যান দীনেশ ত্রিবেদী। সভাপতি হয়েছেন বিবেক গুপ্তা। সোমবার হিন্দি দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারনা ও মূল্যবোধের সংস্কৃতি তুলে ধরেছে বাংলা। এরাজ্যে হিন্দি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণে কাজ করছে রাজ্য সরকার। একইসঙ্গে এদিনের টুইটে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের হিন্দি সেলের সভাপতি বিবেক গুপ্তা জানান, ২০১১ সালে তৃণমূলে হিন্দি সেল গঠন করা হয়েছিল। এখন এটি আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০২১ এর বিধানসভা ভোটে হিন্দিভাষীদের মধ্যে বিজেপির প্রভাব কমাতেই এই তৎপরতা তৃণমূলের। জানা গিয়েছে, কলকাতা-সহ জেলায়-জেলায় তৈরি হবে হিন্দি সেল। রাজ্যস্তরের কমিটি ছাড়াও হিন্দি সেলের জেলা ও ব্লকভিত্তিক কমিটি তৈরি হবে।

আরও পড়ুন-নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যা বললেন