Thursday, August 21, 2025

আইনজীবী হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা, বুধে সাজা ঘোষণা

Date:

কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে আদালতের রায়ে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা। আজ, সোমবার উত্তর ২৪ পরগণার বারাসত ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টে বিচারক সুজিত কুমার ঝা’র এজলাসে এই খুনের মামলার রায়দান হয়। আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার আসামী অনিন্দিতা পালের সাজা ঘোষণা হবে। আসামী অনিন্দিতাকে ৩০২ ও ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে ওঠে আদালত চত্ত্বর। চিৎকার করে কাঁদতে কাঁদতে আসামী বলতেই থাকে, সে খুন করেনি। তাকে শাস্তি দিলে তার সন্তানের কী হবে? এদিকে নিহত আইনজীবী রজত দে’র স্ত্রী অনিন্দিতা পালের প্রবল কান্নাকাটির জেরে বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন।

অন্যদিকে, রায় ঘোষণা করতে গিয়ে বিচারক তদন্তকারী পুলিশ অফিসারের কাজে উষ্মা প্রকাশ করেন। বলেন, ওই অফিসার তদন্তের কিছুই জানেন না। উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউন ডিবি ব্লকে আইনজীবী রজত দে’র রহস্যজনক মৃত্যু ঘটে। তারপর তদন্তে নেমে ১ ডিসেম্বর রজত দে-কে খুন করার অভিযোগে পুলিশ তাঁরই আইনজীবী স্ত্রী অনিন্দিতা পাল দে-কে গ্রেফতার করে। প্রায় দেড় বছরের বেশি সময় মামলা চলার পর এবং সাক্ষীদের বয়ান নেওয়ার পর সেই হত্যাকাণ্ডের রায়দান করলো আদালত।

আরও পড়ুন-কর্মিসভায় কাটমানির অভিযোগ মানলেন স্বয়ং অনুব্রত

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version