Saturday, August 23, 2025

সীমান্ত ও চিন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকুক দেশ, সংসদকে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে চিন ও সীমান্ত ইস্যুতে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, তিনি আশা করেন সংসদ ও সাংসদরা দায়িত্বশীল হয়ে এই বার্তা দেবে যে, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে।

নিজের বক্তব্যে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের সেনাবাহিনী অসীম সাহস, নিষ্ঠা ও দেশের প্রতি গভীর আত্মত্যাগের ভাবনা থেকে সীমান্তে মজবুত দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা কঠিন উচ্চতায় রয়েছেন। কিছুদিন পরেই বরফ পড়া শুরু হবে। আমি আত্মবিশ্বাসী যে এই অবস্থায় সংসদ ও সাংসদরা এককাট্টা হয়ে বার্তা দেবেন, সেনার পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট, চিনের বিরোধিতা প্রসঙ্গে সব দলের কাছে ঐক্যের বার্তা দিতে চাইলেন তিনি। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর আচমকা চিনা সেনার হামলা হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় প্রতিদিনই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে আক্রমণ করেছেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেছেন, চিনের লাল ফৌজের চোখরাঙানিকে ভয় পাচ্ছে কেন্দ্র। কিন্তু তারপরেও সব দলকে দেশ ও সেনার পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, সীমান্ত ইস্যুতে বিরোধীদের দায়িত্বজ্ঞানসম্পন্ন মনোভাব দেখানোর কথা মনে করালেন।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version