Saturday, August 23, 2025

শারদীয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে অবশেষে তিলোত্তমায় হাজির পদ্মার ইলিশ

Date:

শারদীয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে অবশেষে এপার বাংলার বাজারে এল ওপার বাংলার পদ্মার রুপোলি শস্য। কোভিড পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে বন্ধু দেশ থেকে এলোর বাঙালির প্রিয় পদ্মার ইলিশ। গত বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রফতানি-সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে এসেছিল।

সেই নির্দেশিকা অনুযায়ী, পুজো-উপহার হিসেবে ধাপে ধাপে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ আসবে বাংলায়। গতবার ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এ বার মোট ৯টি সংস্থাকে কম করে ১৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে ঢাকা। যার প্রথম ধাপে আজ, মঙ্গলবার শহরের বাজারে শেষ পর্যন্ত দেখা মিলল কাঙ্খিত পদ্মার ইলিশের।

’’ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব তথা হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের কর্তা সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, এদিন ২০ মেট্রিকটন মাছ এসেছে হাওড়া বাজারে। আগামী এক মাসের মধ্যে দফায় দফায় বাকি মাছ বাংলাদেশের থেকে আসবে এ রাজ্যে ।

উল্লেখ্য, বর্তমানে পদ্মার ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের বাজারে বিক্রয় মূল্য ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে। স্বভাবতই মাছের যোগান বেশি হলে আশা করা যায় বাজারে দাম কমবে বর্তমান ইলিশের দরে। তবে বাঙালিরা মাছের রাজাকে আপন করে নিতে দামের হিসাব করে না । ইতিমধ্যেই বাঙালি ঠিক করে নিয়েছেন কাঁচা ইলিশের সরষে বাটা , বেগুন-আলুর ঝোল অথবা ভাজা কীভাবে নিজেদের উদর তৃপ্তি মেটাবে!

আরও পড়ুন-হুমকি দেওয়ার অভিযোগ: অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version