আসছে হুমকি ফোন! নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হাসিন!

পান থেকে চুন খসলেই হলো। নিন্দুকেরা বলেন, সংবাদ শিরোনামে থাকাই তাঁর নেশা! শুধু একটা ইস্যু পেলেই হলো! স্বামীর বিরুদ্ধে ঘরোয়া সমস্যা হোক কিংবা অন্য কারণ! কখনও লালবাজারে, কখনও মুখ্যমন্ত্রী দরজায় আবার কখনও আদালতের দ্বারে হাজির হয়ে যান তিনি। ফের একবার সংবাদ শিরোনামে হাসিন জাহান। ভারতীয় ক্রিকেট দলের সদস্য মহাম্মদ সামির স্ত্রী।

তবে এবার স্বামীর বিরুদ্ধে নয়, সন্তানের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হাসিন। তাঁর অভিযোগ, লালবাজারে একবার নয় ,একাধিকবারএর অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। আর সেই কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। এরপর থেকেই নাকি তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ লাগাতার হুমকি ফোন আসতে থাকে। অভিযোগ, ফোনের ওপার থেকে বলা হয়, প্রাণে নেড়ে ফেলা হবে! এই ঘটনায় খুব স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান । তাঁর সন্তানকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হাসিনের।

হাসিনের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানিয়েছেন, শুধু হুমকিই নয়, সর্বক্ষণ তাঁর মক্কেলের ওপর নজরদারিও চালানো হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমত আতঙ্কিত হাসিনা।