নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন, কোর্ট সরগরম

রজত দে ও অনিন্দিতা পাল

নিউটাউনে আইনজীবী রজত দে খুনে যাবজ্জীবন কারাদণ্ড হল স্ত্রী অনিন্দিতার। বারাসাত কোর্ট আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। বুধবার সাজাঘোষণা হল। নিহত রজতের বাবা রায়কে স্বাগত জানিয়েছেন। প্রতিবাদ করে অনিন্দিতা বলেছেন তিনি নির্দোষ। তাঁর আইনি লড়াই চলবে। এদিন অনিন্দিতার শাস্তির দাবিতে কোর্টে বিক্ষোভ দেখান বহু আইনজীবী। অনিন্দিতাকে কড়া নিরাপত্তায় কোর্ট থেকে বার করা হয়। বিচারক বলেছেন, যেহেতু প্রত্যক্ষ পর্যাপ্ত প্রমাণ নেই তাই ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হল। সূত্রের খবর, মূলত মোবাইল ফোন ও ডিজিটাল যোগাযোগের সূত্র ধরেই এই শাস্তি।

আরও পড়ুন-কোচবিহারে লোকসভার হারের বিশ্লেষণে এ কী বললেন পার্থপ্রতিম!