Tuesday, November 4, 2025

২১ সেপ্টেম্বর থেকে ২০ জোড়া ক্লোন ট্রেন, বাংলার ভাগ্যে শুধু দু’টি!

Date:

শুরু হয়ে গিয়েছে মেট্রো চলাচল। এবার পালা ট্রেনের। করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন চলবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তার আগেই ২১ সেপ্টেম্বর থেকে বাড়তি ৪০টি ক্লোন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।

তবে ফের বঞ্চনা এ রাজ্যের কপালে। মাত্র দু’টি ক্লোন ট্রেন পেল পশ্চিমবঙ্গ। সেটাও চলবে নিউ জলপাইগুড়ি ও অমৃতসরের মধ্যে। রেল সূত্রে খবর, হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহার করে ট্রেন দু’টি চালানো হবে। পশ্চিমবঙ্গের জন্য দুটো ট্রেন বরাদ্দ হলেও, বিধানসভা ভোটের আগে বিহার পাচ্ছে ৬০ শতাংশ  ট্রেন।শুধু বিহার ও দিল্লির মধ্যেই চলবে ১০ জোড়া ট্রেন।

আরও পড়ুন : পাকিস্তান কাল্পনিক ম্যাপ পেশ করায় প্রতিবাদে সাংহাই কোঅপারেশনের বৈঠক ছাড়লেন দোভাল

কী এই ক্লোন ট্রেন?

কোনও রুটে যখন যাত্রী বেশি হয়, ওয়েটিং লিস্ট লম্বা দেখে সেখানে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। সেটাই ক্লোন ট্রেন। রেল জানিয়েছে, বেশিরভাগ ক্লোন ট্রেন ছাড়বে বিহার থেকে। বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রেই হামসফর এক্সপ্রেসের নির্ধারিত রেটে টিকিটের দাম হবে। দিল্ল-লখনউ রুটে ক্লোন ট্রেনের ভাড়া জনশতাব্দীর হারে হবে।এই রুটের ট্রেনে থাকবে ২২টি কোচ। বাকি ট্রেনের জন্য ১৮টি কোচ।

আর বাংলার ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর ও অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি।

আরও পড়ুন : ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রবীন্দ্রভারতীর

এ রাজ্যে ক্লোন ট্রেনের সূচি

নিউ জলপাইগুড়িঅমৃতসর এক্সপ্রেস ছাড়বে প্রতি শুক্রবার সকাল সাতটায়। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে অমৃতসর পৌঁছবে পরদিন বিকেল ৪ টে ২০ মিনিটে।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ছাড়বে প্রতি বুধবার সকাল ৮ টা ১০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরদিন বিকেল ৫ টা ৪৫ মিনিটে।

নিউ জলপাইগুড়ি-অমৃতসর এক্সপ্রেস ক্লোন ট্রেন দাঁড়াবে নিউ জলপাইগুড়ি, কাটিহার, সমস্তিপুর, ছাপরা, গোরক্ষপুর, সীতাপুর জংশন, সাহারানপুর, অমৃতসরে। অগ্রিম বুকিং এর সময়সীমা ১০ দিন। ২১ সেপ্টেম্বরের জন্য আসন সংরক্ষণ প্রক্রিয়া শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

ভারতে ৩১০টি বিশেষ ট্রেন চলছে।তার সঙ্গে জুড়ল ৪০টি ক্লোন ট্রেন।

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version