Thursday, August 28, 2025

পাকিস্তান কাল্পনিক ম্যাপ পেশ করায় প্রতিবাদে সাংহাই কোঅপারেশনের বৈঠক ছাড়লেন দোভাল

Date:

আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে চূড়ান্ত বেআইনি কাজ করায় তার প্রতিবাদে
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে ওয়াক আউট করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোর এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি নির্লজ্জভাবে ভারতের একাধিক অংশ ঢুকিয়ে এক কাল্পনিক মানচিত্র পেশ করেন। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানিয়ে বৈঠক ত্যাগ করেন ভারতের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি তথা সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তাঁর কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করিয়ে ওয়াক আউট করেছেন অজিত ডোভাল।

আরও পড়ুন– আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

পরে এই ঘটনা সম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তান যে অবাস্তব ও বেআইনি কাজ করেছে তাতে এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। এরপরই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত। প্রসঙ্গত, এসসিও বৈঠকে ইসলামাবাদের প্রতিনিধি পাকিস্তানের যে ম্যাপ পেশ করেন তাতে দেখা গিয়েছে ভারতে থাকা জম্মু, কাশ্মীর ও লাদাখের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। শুধু তাই নয়, গুজরাতের জুনাগড়কেও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে ওই ম্যাপে। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক বৈঠকে বিদেশনীতির যে শর্ত মানা উচিত পাকিস্তান তার সব কিছু ভঙ্গ করেছে। এবিষয়ে নয়াদিল্লি আয়োজক দেশ রাশিয়ার উপরেও অসন্তোষ প্রকাশ করতে ছাড়েনি। ভারতের বক্তব্য, সাংহাই কোঅপারেশনের দর্শনই হল প্রতিটি সদস্য দেশ অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেবে। বৈঠকে পাকিস্তান যা করতে চলেছে সে সম্পর্কে অবগত থাকা উচিত ছিল আয়োজক দেশ রাশিয়ার।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version