Thursday, November 6, 2025

পাকিস্তান কাল্পনিক ম্যাপ পেশ করায় প্রতিবাদে সাংহাই কোঅপারেশনের বৈঠক ছাড়লেন দোভাল

Date:

আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে চূড়ান্ত বেআইনি কাজ করায় তার প্রতিবাদে
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে ওয়াক আউট করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোর এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি নির্লজ্জভাবে ভারতের একাধিক অংশ ঢুকিয়ে এক কাল্পনিক মানচিত্র পেশ করেন। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানিয়ে বৈঠক ত্যাগ করেন ভারতের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি তথা সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তাঁর কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করিয়ে ওয়াক আউট করেছেন অজিত ডোভাল।

আরও পড়ুন– আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

পরে এই ঘটনা সম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তান যে অবাস্তব ও বেআইনি কাজ করেছে তাতে এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। এরপরই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত। প্রসঙ্গত, এসসিও বৈঠকে ইসলামাবাদের প্রতিনিধি পাকিস্তানের যে ম্যাপ পেশ করেন তাতে দেখা গিয়েছে ভারতে থাকা জম্মু, কাশ্মীর ও লাদাখের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। শুধু তাই নয়, গুজরাতের জুনাগড়কেও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে ওই ম্যাপে। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক বৈঠকে বিদেশনীতির যে শর্ত মানা উচিত পাকিস্তান তার সব কিছু ভঙ্গ করেছে। এবিষয়ে নয়াদিল্লি আয়োজক দেশ রাশিয়ার উপরেও অসন্তোষ প্রকাশ করতে ছাড়েনি। ভারতের বক্তব্য, সাংহাই কোঅপারেশনের দর্শনই হল প্রতিটি সদস্য দেশ অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেবে। বৈঠকে পাকিস্তান যা করতে চলেছে সে সম্পর্কে অবগত থাকা উচিত ছিল আয়োজক দেশ রাশিয়ার।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version