গত এক বছরে রাজ্যজুড়ে বিজেপির যে সকল কর্মী-সমর্থক রাজনৈতিক কারণে খুন হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আজ, বুধবার মহালয়ার আগেরদিন তাঁদের আত্মার শান্তির উদ্দেশ্যে রাজ্য বিজেপির তরফ থেকে উত্তর কলকাতার বাগবাজার ঘাটে শহিদ তর্পণ-এর আয়োজন করা হয়। কিন্তু পুলিশ করোনা আবহে গভীর সংকটের কারণ দেখিয়ে বাগবাজার ঘাটে তর্পনের অনুমতি দেয়নি।

যা নিয়ে বাগবাজার অঞ্চলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বিজেপি কর্মীরা কৌশলে পাশেই গোলাবাড়ি ঘাটে তাদের সমর্থক ১১ শহিদ পরিবারের ২১জন সদস্যদের নিয়ে তর্পণ করে।

আরও পড়ুন-নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন, কোর্ট সরগরম
