Tuesday, November 11, 2025

কোচবিহারে লোকসভার হারের বিশ্লেষণে এ কী বললেন পার্থপ্রতিম!

Date:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে গত লোকসভা নির্বাচনের পর্যালোচনায় বসেছেন তৃণমূল নেতৃত্ব। বিভিন্নভাবে কাটাছেঁড়া করে দেখা হচ্ছে কোন জায়গায়, কী কারণে লোকসভা ভোটের ফল খারাপ হয়েছে। আর সেটা করতে গিয়ে তৃণমূলের ভূমিকাকেই কাঠগড়ায় তুললেন দলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। রবিবার কোচবিহারের গোপালপুরের এক জনসভায় তিনি বললেন, “পঞ্চায়েতে জোর করে ভোট করানোর জন্যই লোকসভায় হেরেছি।” তাঁর এই মন্তব্যের পরেই জেলা তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

তৃণমূল সরকারের আমলে দুটি পঞ্চায়েত ভোট হয় বাংলায়। দু’বারই শাসকদলের বিরুদ্ধে লাগাতার হিংসা ও সন্ত্রাসের অভিযোগ ওঠে। এই পরিস্থিতিই উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের হারের জন্য দায়ী করলেন সেখানকার প্রাক্তন সাংসদ। তাঁর স্বীকারোক্তি, ”পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও জায়গায় জোর করে ভোট করানো হয়েছে। সেটা মানুষ ভালো ভাবে নেয়নি। আমাদের শিক্ষা দিয়েছে”।

উত্তরবঙ্গের সংগঠন নিয়ে চিন্তিত তৃণমূল নেত্রী। লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেও, তা নিয়ন্ত্রনে আনা যায়নি বলে দলেরই একাংশের।

রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ – এই তিনজনের দলের মধ্যে গোষ্ঠী কোন্দল লেগেই থাকে। সে কারণেই গত লোকসভায় তৃণমূলের ভরাডুবি বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায় প্রকাশ্যে দলের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তবে এনিয়ে কোচবিহারের অন্য নেতৃত্ব কোন মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন-বেআইনি খাদান নিয়ে কল্যাণ-অপরূপা তরজায় সরগরম হুগলি

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version