Tuesday, November 4, 2025

বেআইনি খাদান নিয়ে কল্যাণ-অপরূপা তরজায় সরগরম হুগলি

Date:

আরামবাগে বেআইনি বালি কারবার নিয়ে সরব সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতির রং না দেখে এই বেআইনি চক্র উচ্ছেদ করতে চান তিনি। এ বিষয়ে নাম না করে দলেরই আরেক সাংসদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন আরামবাগে তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারও। এই নেই এখন সরগরম হুগলির জেলা রাজনীতি।

হুগলিতে একাধিকবার বেআইনি বালি-কারবারের সঙ্গে শাসকদলের একাংশের যোগ থাকার অভিযোগ উঠেছে। দলের অন্দরেও এ নিয়ে চাপানউতোর আছে বলে তৃণমূল সূত্রে খবর। এবার খানাকুলে ত্রাণ বণ্টন নিয়ে এই ছবিই সামনে এলো।

টানা বৃষ্টিতে খানাকুলের জলবন্দি মানুষকে ত্রাণসামগ্রী বিলি করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। কিন্তু সেই বিলি করা খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের পঞ্চায়েত স্তরের একাধিক জনপ্রতিনিধি। কল্যাণ কেন আরামবাগে ত্রাণ বিলি করবেন- তা নিয়েও প্রশ্ন তোলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের ঘনিষ্ঠ বলে দলে পরিচিত নেতারা। কিন্তু সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘স্বাভাবিক কারণেই আমি আরামবাগে ঢুকলে অনেকেরই অসুবিধা হয়। কারণ, ওখানে বেআইনি বালির কারবার রমরমিয়ে চলে।’’ এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কল্যাণ বলেন, ‘‘বাকিটা বুঝে নিতে হবে।’’

সাংসদের এই মন্তব্য ঘিরেই সরগরম রাজনীতি। তৃণমূলেরই একাংশের মতে, নাম না করে কল্যাণ নিশানা করতে চেয়েছেন আরামবাগে বেআইনি বালি-কারবারে যুক্ত দলের নেতাদের।

এদিকে, শ্রীরামপুরের সাংসদের এই মন্তব্যে ক্ষুব্ধ অপরূপা-ঘনিষ্ঠ নেতৃত্ব। স্বয়ং অপরূপা পোদ্দার বলেন, কল্যাণ শ্রদ্ধেয় মানুষ। তবে উনি আইনজীবী বেশি, সাংসদ কম। এরপরই অপরূপার পাল্টা চ্যালেঞ্জ, “বালি নিয়ে বেআইনি কারবারে কারা জড়িত, তা উনিই খুঁজে বার করুন।’’ এমনকী, দল চাইলে বেআইনি বালি-কারবার উৎখাত করতে কল্যাণকে চেয়ারম্যান করে তদন্ত কমিটি গড়া হোক বলেও মন্তব্য করেন আরামবাগের সাংসদ। দোষী প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান অপরূপা। কিন্তু প্রশ্ন হচ্ছে কল্যাণ তো কারণ নাম বলেননি, সেক্ষেত্রে কেন অপরূপই এই অভিযোগ গায়ে মাখছেন।

বাম আমল থেকেই মুণ্ডেশ্বরী, দামোদর ও দ্বারকেশ্বরের বালির বেআইনি কারবারের রমরমা। তৃণমূল সরকার বেআইনি বালি খাদান বন্ধে পদক্ষেপ করলেও আরামবাগে বেআইনি বালি-কারবারে লাগাম পরানো যে যায়নি বলে মত। এই পরিস্থিতিতে কল্যাণের ইঙ্গিত যে তাঁর দিকেই তা বুঝেই অপরূপার উষ্মা বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-যাত্রী হাতেগোনা, নিউ নর্মালে মাছি তাড়াচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version