Wednesday, August 27, 2025

উৎসবের দিনে তরুণদের অসহায় মানুষের পাশে থাকার বার্তা অভিষেকের

Date:

মহালয়ার দিন সকালে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিমারি এবং আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তৃণমূলের তরুণ প্রজন্মকে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার”। তাই উৎসবের দিনে যেন সবাই আনন্দ করতে পারেন।

এই কঠিন সময়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতে কেউ দুঃখে না থাকে তার দিকে নজর দিতে হবে। তৃণমূলের যুবযোদ্ধাদের সকল মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“মহালয়ায় প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা নদীর ঘাটে তর্পণ। আর দিন শুরু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিও চণ্ডীপাঠ শুনে”- জানান তৃণমূল সাংসদ। তাঁর কাছে মহালয়া মানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা। এই পরিস্থিতিতে মা দুর্গার কাছে প্রার্থনা, তিনি যেন করোনার মতো অতিমারির বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী হওয়ার আশীর্বাদ দেন।

দেবী দুর্গার কাছে তিনি প্রার্থনা করেন, এই পরিস্থিতি কেটে গিয়ে যেন নতুন ভোর আসে। বাংলার প্রতিটি ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ছোঁয়া লাগে। তৃণমূল সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলি বিশ্বের দরবারে সমাদৃত, প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে। সেই উন্নয়নের প্রকল্পে বাংলা সমৃদ্ধ হবে এই আশা করেন তিনি।

মা দুর্গার আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক বিশ্ববাংলা। মহালয়ার সকালে এই প্রার্থনাই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ভোটের মুখে রাজ্যকে চাপে রাখতে গোর্খাল্যাণ্ড নিয়ে নয়া ছক বিজেপির

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version