Wednesday, January 14, 2026

বাঙালির আবেগ উস্কে দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতির ‘চণ্ডীপাঠ’ ভাইরাল

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

পুণ্য মহালয়ার ভোরে যে সুর, যে সঙ্গীত, যে ভাষ্য না হলে আমাদের পুজোটাই শুরু হয় না তা হল ‘মহিষাসুরমর্দিনী’। জনপ্রিয় এই অনুষ্ঠানটি পুজোর আবহাওয়া বয়ে নিয়ে আসে।প্রতি বছর শিশিরে পা ভিজিয়ে বঙ্গে মহালয়ার যে পুণ্য প্রভাত উপস্থিত হয়, সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আজও অমর হয়ে রয়েছেন বাঙালির মননে, বাঙালির জীবনে।

প্রতিবছর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হয় ‘মহিষাসুরমর্দিনী’। তাঁর কন্ঠে চণ্ডীপাঠ না শুনলে পুজোর গন্ধ যেন আকাশে বাতাসে খুঁজে পায়না বাঙালি। এমনই নস্টালজিক সেই কন্ঠ, এমনই নস্টালজিক সেই বাচনভঙ্গি । তাঁর উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ মহালয়ার ভোরে দুর্গাপুজোর আগমনবার্তাকে পৌঁছে দেয় বাঙালির মনে। প্রতি বছর ভোরের সূর্যের মতো তাঁর কণ্ঠের মাদকতা বাঙালির জন্য দুর্গোৎসবের দরজাটাকে হাট করে খুলে দেয়।  তিনি না থেকেও বাঙালির হৃদয়ে আজও অমর হয়ে রয়েছেন।

আরও পড়ুন-এবং বীরেন ভদ্র, কণাদ দাশগুপ্তর কলম
আর তার সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার বিচ্ছুরণ এখনই দেখা গিয়েছে এক খুদে প্রতিভার কন্ঠে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতি এত অল্প বয়সে যে স্পষ্ট উচ্চারণে, যে কন্ঠে, যে সুরে চণ্ডীপাঠ করছে তা সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল। দাদুর সৃষ্টির বিচ্ছুরণ ছত্রে ছত্রে ছড়িয়ে পড়ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতির কন্ঠে।

একরত্তির গলায় যারা এই ভিডিওটি দেখেছেন, তারাও অবাক বিস্ময়ে বিস্মিত হয়েছেন। এই খুদে প্রতিভার চণ্ডীপাঠ ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে । যার নিট ফল, প্রচুর শেয়ার, কয়েক লক্ষ লাইক, এবং প্রশংসায় প্রশংসায় ভরে যাওয়া কমেন্ট বক্স।
খুদে নাতির মধ্যে অনেকেই ভবিষ্যতের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে খুঁজে পেয়েছেন। তার এই প্রতিভা যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সেকথাও লেখা হয়েছে কমেন্ট বক্সে। বাঙালির আবেগের সঙ্গে দুর্গাপুজোর উৎসবের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছেন যে একবার মহানায়ক উত্তমকুমার কে দিয়ে মহালয়ার ভোরে চন্ডীপাঠ করানো হয়েছিল। এবং তার ফল কি হয়েছিল তা সর্বজনবিদিত। মানুষ গ্রহণ করেননি মহানায়কের সেই প্রচেষ্টা ।

দেবী পক্ষের পুণ্য প্রভাতে বাঙালির কানে বাজে আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। তেমনই তাঁর নাতির চণ্ডীপাঠ বাঙালির আবেগকে উস্কে দিয়ে জানান দেয়, বংশপরম্পরায় প্রতিভা এভাবেই ফিরে ফিরে আসে।

spot_img

Related articles

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...