Monday, November 10, 2025

মহালয়ার এক মাস পেরিয়ে কার্তিকে দুর্গাপুজো, কেন ‘মলিন’ আশ্বিন?

Date:

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আছে। মাঠের ধারে রয়েছে কাশফুলের চেনা ছবিও। বৃহস্পতিবার ভোরে বাঙালির ঘরে ঘরে বেজে উঠেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। সূচনা হলো দেবীপক্ষের। কিন্তু মহামারি আবহে সবকিছুই পাল্টে গিয়েছে। প্রাণের উৎসব এবার কীভাবে হবে তা ভেবেই কুল করতে পারছে না বাঙালি। এদিকে আবার একটা বছরের বেশি সময় কাটিয়ে উমা ফিরছেন ঘরে। মহালয়ার সঙ্গে চলতি বছর দুর্গা ষষ্ঠীর পার্থক্য ১ মাসেরও বেশি। কিন্তু কেন এমনটা হলো?

বাংলা পঞ্জিকা অনুযায়ী চলতি বছর আশ্বিন মাস ‘মলিন মাস’। চলতি ভাষায় যাকে বলা হয় মল মাস। অর্থাৎ এই মাসে কোন পুজো করা যাবে না। পুরোহিতদের কথায়, তিথি নক্ষত্রের সূক্ষ হিসাব মেলাতেই এই মাসের উদ্ভব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রত্যেক ১৯ বছর অন্তর আশ্বিন মাস মল মাস হয়। এর আগে ১৯৮২, ২০০১ সাল মল মাস ছিল। মল মাসে বছরগুলিতে দুর্গাপুজো হয় কার্তিক মাসে। ১৯ বছরের হিসেব অনুযায়ী এরপর ২০৩৯ সালে আশ্বিন মাস মল মাস হবে।

পণ্ডিতদের বক্তব্য, সূর্যের একমাস গড়ে ৩০ দিনে সম্পূর্ণ হয়। চাঁদের ক্ষেত্রে সময়টা লাগে ২৭ থেকে সাড়ে ২৯ দিন। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ের ফারাক থাকে। প্রতিবছর এই হিসাব গিয়ে দাঁড়ায় ১১ দিনে। সূর্য এবং চাঁদের এই ফারাক নিয়ন্ত্রণ করতে আড়াই থেকে তিন বছর অন্তর একটি মাসকে মল মাস হিসেবে চিহ্নিত করা হয়। পৌষ মাস ছাড়া বাকি সব মাস মল মাস হয়। ঠিক যেমন ১৯ অন্তর মল মাস হয় আশ্বিন মাস।

আরও পড়ুন- রোগী সঙ্কট! ১২ টি হাসপাতালে বন্ধ হচ্ছে করোনা চিকিৎসা

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version