Tuesday, May 20, 2025

বরফ গলার ইঙ্গিত! মোদিকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক মজবুত করার বার্তা ওলির

Date:

Share post:

গত কয়েক মাস আগে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। যার নেপথ্যে আছে সীমান্ত। সে সব ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে প্রতিবেশী দেশের সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় যোগ হলেন নেপালের প্রধানমন্ত্রীও।

আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। নেপালের প্রধানমন্ত্রী এদিন টুইটারে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লেখেন, ” জন্মদিনের শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

বিবাদের সূত্রপাত কয়েক মাস আগে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি সড়ক উদ্বোধন করেন। কাঠমান্ডুর পক্ষ থেকে জানানো হয়, ওই রাস্তা যে অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে তাই ভারত না নেপালের সেটা নিয়ে বিতর্ক আছে। এরপরেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের ৩ অঞ্চল লিপুলেখ, লিমপিয়াধুরাও, কালাপানিকে নিজেদের মানচিত্রে যোগ করেন।

নেপালের এই আচরণের তীব্র বিরোধিতা করে দিল্লি। শুধু তাই নয়, ওলির এই কাজের বিরোধিতা করেছিলেন কাঠমান্ডুর একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেজিংয়ের ইমরানের এই কাজ করেছে নেপালের প্রধানমন্ত্রী। এমনকী দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওলি। তবে বৃহস্পতিবারের টুইটে সেই সব কিছু লক্ষ্য করা গেল না।কেপি ওলির এদিনের টুইটের পরে বরফ গলার ইঙ্গিত পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিবাদ মিটিয়ে নিতে চাইছে প্রতিবেশী দেশ।

আরও পড়ুন- পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় অনুতপ্ত: মোমেন

spot_img

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...