Wednesday, November 5, 2025

জীবিতকালে এড়িয়ে গিয়েছেন, এবার ‘নায়ক’ চারু মজুমদার

Date:

এ প্রজন্মের কতজন তাঁর নাম শুনেছেন বা তাঁর
সম্পর্কে জানেন, তা নিয়ে সন্দেহ আছে৷ অবশ্য তাঁর কালেও এই নাম অনেকে শুনতেই চাইতেন না৷ সে সময়েও বেশি লোকজন তাঁকে চিনতেন না। কারণ একটাই, এ দেশে ওই নামটাই তখন নিষিদ্ধ। ওই নাম নিয়ে আলোচনা করলে রাতে বাড়িতে পুলিশ আসতো৷ ১৯৭২ সালের ২৮ জুলাই তিনি প্রয়াত হয়েছেন, তবু যেন আজও তাঁর নাম মুখে আনতে দু’মিনিট বেশি সময় নেন অনেকেই।

আজও যেন এক নিষিদ্ধ নাম চারু মজুমদার৷

ব্যক্তি বা রাজনৈতিক জীবনে চারু মজুমদার কখনই নায়ক হতে চাননি, বরং তিনি কৃষক – শ্রমিকদের নায়কের আসনে বসানোর জন্য লড়াই করে গিয়েছেন৷ এবার সেই নকশালপন্থী নেতা চারু মজুমদার’ই ‘নায়ক’৷ নাট্যকার চন্দন সেনের বেনজির উদ্যোগ, একটি নাটক, নাম ‘চারু-লীলা দ্রোহকাল’।

রাজনৈতিক জীবনের সহযোদ্ধা লীলা সেনগুপ্ত’কেই একদিনের সিদ্ধান্তে বিয়ে করেছিলেন চারু মজুমদার৷ কেমন ছিলো চারু-লীলার দাম্পত্যকাল ? অচেনা চারু মজুমদারকেই এবার সামনে নিয়ে আসছেন চন্দন সেন৷ নাট্যকারের কথায়, এই মানুষটিকে নতুন আঙ্গিকে চেনাবে “চারু-লীলা দ্রোহকাল”। ‘প্রেমিক’ চারু মজুমদার সকলের অচেনা, অজানা৷ এই নাটক সেই অচেনাকেই চেনাবে’’৷

এই উদ্যোগে প্রথম দিন থেকেই নাট্যকারের সঙ্গী আরও দুই বিখ্যাত চরিত্র, পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা দেবশঙ্কর হালদার। মহামারির আতঙ্ক দূর হলেই চারুবাবুকে মঞ্চে নিয়ে আসবেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়৷

কৌতূহল সর্বত্র, তাহলে কে হচ্ছেন চারুবাবু ?

চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়, দু’জনেরই প্রথম এবং শেষ পছন্দ
দেবশঙ্কর হালদার। তিনিই পারবেন চারু মজুমদারকে ফুটিয়ে তুলতে। চারুর বিপরীতে লীলা সেনগুপ্ত কে হবেন? বিপ্লবের প্রথম পছন্দ তানিয়া মাইতি। নাটক, গানবাজনার সঙ্গে যুক্ত থাকলেও কোনও দিন যাঁকে মঞ্চে নাটকের মুখ্য চরিত্রে দেখা যায়নি।

আর দেবশঙ্কর জানিয়েছেন, ‘‘আমি শুরু থেকে ‘চারু-লীলা দ্রোহকাল’-এর সঙ্গে জড়িত নিতান্তই এক নাট্যকর্মী হিসেবে। যদি আমিই ‘চারু মজুমদার’ হই তখন পরিচালক যেমন বলেছেন, ধাপে ধাপে এগোব। এখন এর থেকে বেশি আর কিই বা বলি ?

আরও পড়ুন- সেনাদের জলের প্রয়োজনে ১০ হাজার বছরের পুরনো লেকের খোঁজ

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version