Wednesday, August 27, 2025

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কার্টুন শেয়ার করে কেন্দ্রকে কটাক্ষ সোনুর

Date:

ভালো কাজ করেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অভিনেতা সোনু সুদকে। এবার সোশ্যাল মিডিয়ায় কার্টুন শেয়ার করে সেই সমালোচনার জবাব দিলেন পরিযায়ী শ্রমিকদের মাসিহা। করোনা সঙ্কট ও লকডাউনে শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণের এই সুপারস্টার। নিজে দাঁড়িয়ে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। সেখানে পৌঁছানোর পরে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন। কখনও কারও বাড়ি সারিয়ে দিয়েছেন। মেধাবী ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন ল্যাপটপ। আবার কোনও পড়ুয়াদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করেছেন সোনু।

এই পরিস্থিতিতে যখন লোকসভায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারছে না কেন্দ্রীয় সরকার, তখন সেই ঘটনাকে ব্যাঙ্গ করলেন সোনু। স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন শিল্পী সতীশ আচার্যর আঁকা কার্টুন।
কার্টুনটিতে সোনুর বাড়ির সামনে দাঁড়িয়ে, তাঁকে লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরিসংখ্যান জানতে চাইছেন জনৈক ব্যক্তি। তার উত্তরে বলিউডের অভিনেতা দুঃখ প্রকাশ করে বলছেন, তিনি জবাব দিতে অপারগ। কারণ তিনি পরিযায়ী শ্রমিকদের বাঁচাতেই ব্যস্ত ছিলেন।

মঙ্গলবারই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ ওঠে লোকসভার বাদল অধিবেশনে। লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, প্রতিটি রাজ্যে কতজন শ্রমিক ফিরেছেন, সে বিষয়ে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়। লকডাউনের সময় কতজন শ্রমিক মারা গিয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে কোনও বিস্তারিত তথ্য নেই বলে জানানো হয়। এই প্রেক্ষিতে কার্টুনটি শেয়ার করে সেই মন্তব্যকে কটাক্ষ করলেন সোনু সুদ- মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-করণ জোহরের বাড়িতে ‘ড্রাগ পার্টি’ আয়োজন! এনসিবি-র কাছে অভিযোগ দায়ের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version