শহর থেকে জেলা, মহালয়ার সকালে ঘাটে ঘাটে চলছে তর্পণ

আজ, মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আর রীতি মেনে বৃহস্পতিবার ভোর থেকেই শহর তথা রাজ্যের ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পণ। তবে করোনার জেরে অন্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। অন্যান্য বছরের তুলনায় তর্পণ কম হয়েছে বলেই দাবি স্থানীয় পুরোহিতদেরও।

কলকাতার বাবুঘাট, নিমতলা ঘাট এবং বাজে কদমতলা ঘাটে পুলিশের কড়া নজরদারির মধ্যেই চলছে তর্পণ। অন্যদিকে, বাগবাজার ঘাট, আহাড়িটোলা, কাশি মিত্র, ঠাকুরবাড়ি ঘাট, চাপাতলা ঘাটে নজরদারি কিছুটা কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী রয়েছেন।

যদিও করোনা মহামারি আবহের মধ্যেও সামাজিক দূরত্ব না রেখেই অনেকে তর্পণ করছেন। সে ছবিও ধরা পড়েছে।

আরও পড়ুন : ফের নিম্নচাপের জেরে বৃষ্টি রাজ্যে, জানাচ্ছে হাওয়া অফিস