Sunday, November 9, 2025

প্রস্তাবিত কৃষি বিল নিয়ে সংঘাত বিজেপি জোটে,পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

Date:

কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিল নিয়ে শুধু বিরোধীরা নয়, এবার সরব বিজেপির জোট শরিকও। কৃষিপণ্যের ন্যায্য মূল্য যাতে কৃষকরা পেতে পারে সেজন্য কৃষিক্ষেত্রকে আরও উন্মুক্ত করতে প্রস্তাবিত বিল আনার কথা বলছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নতুন এই বিল নিয়ে আপত্তির কথা জানিয়ে লোকসভায় ভোটাভুটির আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের ইস্তফার পর প্রস্তাবিত কৃষি বিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও বিজেপির দাবি, মধ্যসত্ত্বভোগীদের দাপট থেকে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং কৃষিপণ্য বিক্রিতে কৃষকদের স্বাধীনতা দিতেই এই বিল পেশ হবে। যদিও শরিকদের ক্ষোভ দূর করার চেষ্টাও চালাচ্ছে বিজেপি। ঘটনা হল, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিল নিয়ে কোনও আপত্তি না জানালেও এই ইস্যুতে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের মধ্যে অসন্তোষ শুরু হতেই ঘরোয়া রাজনীতির চাপে এখন বিলের বিরোধিতায় সরব আকালি দল। তাই লোকসভায় বিল নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীর। এ নিয়ে তাই আকালি দলকে কটাক্ষ করতে ছাড়েনি পাঞ্জাবের ক্ষমতাসীন কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও আকালি দলের বিরোধিতাকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন।

কৃষি বিল ইস্যুতে আকালি দল কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়লেও বিজেপির সঙ্গে সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলে এদিনই জানিয়েছে তারা। দলের প্রধান তথা হরসিমরতের স্বামী সুখবীর বাদল জানিয়েছেন, মন্ত্রিসভায় না থাকলেও কেন্দ্রীয় সরকারকে বাইরে থেকে সমর্থন করবে আকালি দল। তাঁরা এনডিএতেও থাকছেন। সুখবীর বলেন, কৃষক বিরোধী নীতির বিরোধিতা আমরা করব। তবে অন্য সব বিষয়ে সরকারের প্রতি সমর্থন আগের মতই থাকবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই পাঞ্জাবের কৃষকরা এই কেন্দ্রীয় বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের পুরোপুরি সমর্থন করছে কংগ্রেস। সম্প্রতি রাজ্যের কৃষক সংগঠনগুলি হুমকি দেয়, সংসদে এই বিল সমর্থন করবেন যারা, তাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। বিধানসভা নির্বাচনেও তাদের শিক্ষা দেওয়া হবে। রাজ্যে দলের জনভিত্তিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতেই সুর বদল করে আকালি দল। জানিয়ে দেয়, এই বিল সমর্থন করা হবে না। তাদের বিরোধিতা যে আন্তরিক, সেকথা বোঝাতেই এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের কৌশল নিল আকালি দল। বিল পাশ হলেও যাতে তার আঁচ নিজেদের গায়ে না পড়ে।

আরও পড়ুন- সাধ্যের মধ্যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে টেকনো গ্লোবাল হাসপাতাল

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version