করোনা-আক্রান্ত হয়ে প্রয়াত কর্ণাটকের বিজেপি সাংসদ অশোক গাস্তি

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কর্ণাটক থেকে সদ্য নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি।মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেলো এই নেতার জীবন যুদ্ধ। করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২ সেপ্টেম্বর তাঁকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছিলো৷ চলতি জুন মাসেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন RSS- এর প্রচারক হিসেবে কাজ করেছিলেন প্রয়াত সাংসদ। বিজেপিতে যোগ দেওয়ার পর কর্ণাটকের রাজ্য স্তরের নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভিএস ইয়েদুরাপ্পা।