ট্যাক্সিকাণ্ড: আলিপুর আদালতে ঘটনার গোপন জবানবন্দি দিলেন মিমি

যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এক ট্যাক্সি ড্রাইভার প্রকাশ্য রাস্তায় কটূক্তি ও খারাপ অঙ্গিভঙ্গি করেছিলেন। অভিনেত্রী-সাংসদ দেবা যাদব নামের ওই ট্যাক্সিচালকের বিরুদ্ধে পুলিশে হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায় আজ, শুক্রবার দুপুরে আলিপুর আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন মিমি।

প্রসঙ্গত, সাংসদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানা। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এদিন আদালত থেকে বেরিয়ে মিমি বলেন, “আজ আদালতে আসাটা খুব জরুরি ছিল। না হলে ওই অপরাধী ট্যাক্সি চালক হয়তো ছাড়া পেয়ে যেতো। অন্য কোনও মহিলার সঙ্গেও সে এমন আচরণ করার সাহস পেতো। আমি চাইবো না, আমার শহরকে কেউ বদনাম করুক। আমার যা যা বলার আমি বিচারককে তা জানিয়েছি।”

উল্লেখ্য, গত সোমবার কসবার বাড়িতে ফেরার সময়ে বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালে দাঁড়িয়েছিল মিমির গাড়ি। তখন পাশে এসে দাঁড়ায় ওই ট্যাক্সিটি। মিমিকে লক্ষ্য করে চালক অশালীন ইঙ্গিত করে। এর পরে কিছুটা দূরে গিয়ে ফের সে সাংসদকে কটূক্তি করে বলে অভিযোগ। এর পরেই গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন মিমি। কিন্তু রাস্তায় ভিড় জমে যাওয়ায় তিনি ছেড়ে দেন ওই চালককে।

আরও পড়ুন-নিঁখোজ বৃদ্ধকে ঘরে ফেরালেন মিমি! এমন বাস্তব কাহিনী সিনেমাকেও হার মানাবে