Sunday, November 9, 2025

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউডে শুরু হয়েছে তরজা। প্রতিদিনই সোশ্যাল সাইটে কারও না কারও সঙ্গে বাকযুদ্ধে জড়াচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এবার অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকারকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলার জেরে শুরু হল জোর কাজিয়া।ক্রমশ বাড়তে থাকা বিতর্কে কঙ্গনার হুঁশিয়ারি, শুরু তিনি করেননি। তবে আক্রমণ যখন হয়েছে, তিনি শেষ দেখেই ছাড়বেন।

এদিকে মুম্বইয়ে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙা প্রসঙ্গেও বৃহানমুম্বাই পুরসভাকে একহাত নিয়েছেন বলিউড ‘কুইন’। বলেছেন, “আমার স্বপ্নের, সহবাসের, আত্মসম্মানের ও ভবিষ্যতের সঙ্গে ধর্ষণ হয়েছে”।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। তারপর মাদক যোগসূত্র প্রকাশ্যে এলে সেখানেও প্রতিবাদি মুখ হয়ে ওঠেন তিনি।সম্প্রতি বলিউডের মাদক যোগ ও মুম্বই পুলিশের সমালোচনা করে প্রবল বিতর্কে জড়িয়েছেন তিনি।
কঙ্গনার বলিউডকে খারাপ ভাবে আক্রমণের প্রতিবাদ করেছেন অভিনেত্রী জয়া বচ্চন থেকে সরা ভাস্কর, তাপসী পান্নুরা। জয়ার সমর্থনে মুখ খুলেছেন উর্মিলা মাতণ্ডকরও।

প্রাক্তন কংগ্রেস নেত্রী উর্মিলা কঙ্গনাকে ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে কটাক্ষ করে বলেছিলেন, “সংস্কৃতিমনস্ক পরিবারের কোনও মহিলা এমন ভাষায় কথা বলেন না। তাছাড়া হিমাচল প্রদেশে মাদকসেবন আগে বন্ধ করা দরকার। সেদিকটাই দেখুন আগে কঙ্গনা।”

এরপরই পাল্টা জবাবে বলিউড ‘কুইন’ উর্মিলাকে ‘সফট পর্ন স্টার’ বলে আক্রমণ করেন। শুরু হয় নয়া বিতর্ক। এ নিয়ে তরজা তুঙ্গে উঠলে শুক্রবার কঙ্গনা বলেন, “ঝামেলা আমি শুরু করিনি। আর যদি সেটা প্রমান করতে পারেন কেউ তবে টুইটার আমি ছেড়ে দেব। তবে, শুরু যখন হয়েছে এর শেষ করব আমি”।

অন্য দিকে, উর্মিলা পাশে পেয়েছেন বলিউডের বেশিরভাগ অভিনেত্রীকে। তিনি লিখেছেন, “ভারতের আসল মুখদের ধন্যবাদ। আমি অভিভূত”।

আরও পড়ুন- জুটমিল খোলার দাবিতে বাম-কংগ্রেস যৌথ মিছিল

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version