Thursday, August 21, 2025

জন্মদিনে দেশবাসীর কাছে উপহার চাইলেন মোদি, কী সেটা?

Date:

Share post:

৭০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, বিদেশের রাষ্ট্রনায়করাও ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। দিনের শেষে আপ্লুত নরেন্দ্র মোদি কিন্তু জন্মদিনের উপহার চাইলেন দেশবাসীর থেকে। শুভেচ্ছা বার্তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, মোদি মাস্ক পরতে ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানান।

বৃহস্পতিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন,
মাস্ক পরতে হবে এবং তা সঠিকভাবে পরতে হবে।
কঠোরভাবে ‘দো গজ কি দূরি’ বজায় রাখতে হবে।
জনবহুল জায়গাগুলিতে যাওয়া এড়িয়ে যেতে হবে।

টুইটে মোদি লেখেন, “অনেকেই আমার কাছে জানতে চাইছেন জন্মদিনে আমি কী চাই। আমি যা চাইছি তা হল, একটি মাস্ক পরুন এবং এটি সঠিক ভাবে পরুন। সামাজিক দূরত্ব অনুসরণ করুন। দো গজ কি দূরি বজায় রাখুন”। শেষে তিনি এই গ্রহকে সুস্থ করে তোলার বার্তা দেন।

জন্মদিনে বহু শুভেচ্ছা, শুভকামনা ভরা বার্তা পেলেও, কাঁটাও কম ছিল না। সোশ্যাল মিডিয়ায় মোদির জন্মদিনকে কটাক্ষ করে প্রচুর মিম তৈরি হয়েছে। বিরোধীরা এই দিনটিকে ‘বেকার দিবস’ হিসেবে চিহ্নিত করার কথা বলেছেন। সেইসবকে ছাপিয়ে শুধুমাত্র করোনা মোকাবিলায় তাঁর উদ্যোগকে প্রধানমন্ত্রী প্রাধান্য দিচ্ছেন বলে টুইটে এই বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-৭০-এ মোদি, ৭০ হাজার চারাগাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর বার্থ-ডে সেলিব্রেশন গুজরাতে

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...