Saturday, May 17, 2025

লটারির টিকিট জালিয়াতি চক্রের পর্দা ফাঁস

Date:

Share post:

কলকাতা ও শিলিগুড়িতে লটারির টিকিট নিয়ে জালিয়াতির চক্রের পর্দা ফাঁস করল ভবানীপুর থানার পুলিশ। এ বিষয়ে গত বছর থেকেই তদন্ত শুরু করে তারা। দেখা যায়, কলকাতার ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং শিলিগুড়ির দিব্যজ্যোতি ডিস্ট্রিবিউটরস সংস্থা এই চক্রের সঙ্গে জড়িত। দিব্যজ্যোতি ডিস্ট্রিবিউটরস উত্তরবঙ্গে লটারি টিকিট ডিস্ট্রিবিউশনের সবচেয়ে বড় সংস্থা। তারা এছাড়া উত্তরবঙ্গে লটারি টিকিট বিক্রি করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অসদুপায় এরা প্রচুর পরিমাণে লটারির টিকিট কিনে রাখে। এরপর বেশিরভাগ টিকিটই নিজেদের কাছে রেখে অল্প সংখ্যক টিকেট গ্রাহকদের কাছে বিক্রি করে। ফলে টিকিটের প্রথম এবং বেশি মূল্যের পুরস্কার সংস্থা হস্তগত করে।
এইভাবে পুরস্কারের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা লুট করছে তারা। শুধু তাই নয়, রাজ্য সরকারকেও রাজস্ব থেকে বঞ্চিত করছে।
বেলেঘাটার শূড়া সেকেন্ড লেনের বাসিন্দা মানস মৈত্রর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সুব্বায়ান নাগরাজান, বিশ্বনাথ রায়, আকাশ চৌরাশিয়া, শান্তিলাল ভিরা, অরুণ প্যাটেল, পান্নালাল চৌরাশিয়া, অনুপ খাসনবিশ, রাজেশ সারোগি, উত্তমকুমার সাহা এবং কপিল শর্মা নামে ফিউচার সলিউশন লিমিটেডের 11জন পার্টনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা স্বীকার করেছে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য লটারি নয়, নাগাল্যান্ড এবং সিকিম রাজ্য লটারির টিকিট জালিয়াতি চক্রের সঙ্গেও তারা জড়িত।
এদের সঙ্গে বেআইনি অর্থলগ্নি সংস্থার কোনও যোগ আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এই দুই সংস্থাকে সামনে রেখে আর কোনও সংস্থা বেআইনিভাবে অর্থ বিনিয়োগ করছে কিনা সেটা জানার জন্য তদন্ত জারি রেখেছে ভবানীপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আপাতত সুতো ছেড়ে রাঘববোয়াল-সহ পুরো চক্রটাকেই একবারে জালে তুলতে চাইছে তারা। তবে, শুধু লটারি টিকিট জালিয়াতি চক্র নয়, এর আড়ালে কোনওভাবে বেআইনি অর্থ লগ্নি হচ্ছে কি না সেদিকটাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন- সরাসরি পাকিস্তানি যোগ! ডার্ক ওয়েবে পারদর্শী মুর্শিদাবাদের ভূমিপুত্র ৬ জঙ্গি “লোন উল্ফ”

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...