অস্ত্রোপচারে নপুংসক করে শাস্তি ধর্ষকের, আইন হল নাইজেরিয়ায়

ধর্ষণ করলে ধর্ষকের যৌনাঙ্গে অস্ত্রোপচার করে তাকে নপুংসক বানিয়ে দেওয়া হবে। এটাই ধর্ষকের শাস্তি। ক্রমবর্ধমান ধর্ষণ রুখতে এবার এই আইন করল আফ্রিকার দেশ নাইজেরিয়া। তবে শিশু ধর্ষণের সাজা হিসাবে মৃত্যুদণ্ডই বহাল থাকছে।

নাইজেরিয়ার কাদুনা রাজ্যে এই নতুন আইনটি পাশ হয়েছে চলতি সপ্তাহে। এই আইনে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সের কাউকে ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে সাজা মৃত্যুদণ্ড। বাকি ক্ষেত্রে ধর্ষককে অস্ত্রোপচারের মাধ্যমে নপুংসক করে সারা জীবনের জন্য শাস্তি দেওয়া হবে।

কাদুনার গভর্নর নাসির আহমেদ আল রুফাই মনে করেন, নতুন আইনে শিশুদের ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে রক্ষা করা যাবে। তিনি মনে করেন, এই শাস্তির কোনও বিকল্প নেই। এটাই সবচেয়ে উপযুক্ত।

নাইজেরিয়ার এই রাজ্যে এর আগে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। প্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করলে ২১ বছরের কারাদণ্ডের বিধান ছিল। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আফ্রিকার এই দেশটিতে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। পাঁচ মাসে ৮০০- এর বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। তাই নাইজেরিয়ার কাদুনার রাজ্য সরকার ধর্ষণের আইন সংশোধন করল।

আরও পড়ুন- শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পথে ৯৭ পরিযায়ী শ্রমিকের মৃত্যু: রেলমন্ত্রী