Thursday, November 27, 2025

১২ কেজির পেল্লায় চিতলে হইচই জলপাইগুড়িতে

Date:

Share post:

দীর্ঘদিনের মাছ শিকারি তিনি। স্বপ্ন ছিল বড় রাঘব বোয়াল ধরবেন। তবে রাঘব- বোয়াল না হলেও ১২ কেজির পেল্লাই চিতল ধরে জলপাইগুড়িতে রীতিমতো বিখ্যাত হয়ে গেলেন বাপ্পা দাস। রাক্ষুসে মাছ নিয়ে রীতিমতো হইচই পড়েছএ জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায়। লোকে রীতিমতো ভিড় করে দেখতে আসছে মাছ। সেইসঙ্গে মাছের সঙ্গে পোজ দিয়ে চলছে সেলফি তোলা।

জলপাইগুড়ি এলাকার নাম করা মাছ শিকারি বাপ্পা দাস।সকালবেলাতেই ছিপ ফেলেছিলেন জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে। কিছুক্ষণের মধ্যেই নড়ে ফাতনা। আর তার নড়ার ধরন দেখেই অভিজ্ঞ মাছ শিকারি বুঝতে পারেন হবে কোন রাঘববোয়াল। হুইল ছিপে বিশাল চিতল ধরে আহ্লাদে আটখানা তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী অজয় পুত্র যুগের প্রশংসা কেন করলেন জানেন!

জলপাইগুড়ির ভাটা খানা এলাকার বাপ্পা দাস। মাছ ধরার নেশা। মধ্যবয়স্ক বাপ্পা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর মাছ ধরেছে। তবে হুইল ছিপে ১২ কেজি ওজনের চিতল ধরতে পারবেন ভাবতে পারেননি।বাপ্পা জানালেন, শনিবার মাছ ধরার নেশায় সাতসকালেই রাজবাড়ির দীঘিতে ছিপ ফেলে বসেছিলেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আচমকা টান পড়ে বঁড়শিতে। ঝপ করে ডুবে যায় ফাতনা। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন, বঁড়শির টোপ যে গিলেছে সেটি গায়ে-গতরে বেশ বড়ই হবে।

তারপর শুরু হয় মাছে-মানুষে খেলা। তিনি একবার সুতো ছাড়তে থাকেন, একবার গোটান। বঁড়শিতে আটকানো মাছের টানে একসময় ছিপ ভাঙার জোগাড় হয়। মনে হয় এই বুঝি সুতো সহ বঁড়শি নিয়ে মাছ বিদেয় হল। কিন্তু দীর্ঘদিনের মাছ ধরার সুবাদে ধৈর্য যে এখানে বড় জিনিস বিলক্ষণ জানতেন বাপ্পা। তাই তিন ঘণ্টা ধরে মাছকে ল্যাজে খেলাতে থাকেন তিনি। একসময় ক্লান্ত হয়ে পড়ে বিশাল মাছ। তারপর যখন তোলেন তখন বুঝতে পারেন, বিশাল নয় রীতিমতো রাক্ষুসে চিতল।

এত বড় মাছ ধরে রীতিমতো গর্বিত বাপ্পা দাস। তাঁর কথায়, “এই দিঘিতে বড় বড় চিতল আছে শুনেছিলাম। কিন্তু এত বড় মাছ কোনওদিন দেখিনি। আর এত বড় মাছ যে আমার ছিপে উঠবে তা কখনও ভাবিনি। অবশ্যই এই দিনটা মনে রয়ে যাবে”।

আর অত বড় চিতলের গতি কি হল!

না, বিক্রি করেননি মৎস্য প্রেমী বাপ্পা দাস। বরং ওই মাছ কাটিয়ে মাছ ধরার খুশিতে তাঁর আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর মধ্যে বিলিয়েছেন।

spot_img

Related articles

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন...

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব...

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...

হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

ভয়াবহ ঘটনা হংকংয়ের হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও...