Wednesday, August 27, 2025

দীর্ঘদিনের মাছ শিকারি তিনি। স্বপ্ন ছিল বড় রাঘব বোয়াল ধরবেন। তবে রাঘব- বোয়াল না হলেও ১২ কেজির পেল্লাই চিতল ধরে জলপাইগুড়িতে রীতিমতো বিখ্যাত হয়ে গেলেন বাপ্পা দাস। রাক্ষুসে মাছ নিয়ে রীতিমতো হইচই পড়েছএ জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায়। লোকে রীতিমতো ভিড় করে দেখতে আসছে মাছ। সেইসঙ্গে মাছের সঙ্গে পোজ দিয়ে চলছে সেলফি তোলা।

জলপাইগুড়ি এলাকার নাম করা মাছ শিকারি বাপ্পা দাস।সকালবেলাতেই ছিপ ফেলেছিলেন জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে। কিছুক্ষণের মধ্যেই নড়ে ফাতনা। আর তার নড়ার ধরন দেখেই অভিজ্ঞ মাছ শিকারি বুঝতে পারেন হবে কোন রাঘববোয়াল। হুইল ছিপে বিশাল চিতল ধরে আহ্লাদে আটখানা তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী অজয় পুত্র যুগের প্রশংসা কেন করলেন জানেন!

জলপাইগুড়ির ভাটা খানা এলাকার বাপ্পা দাস। মাছ ধরার নেশা। মধ্যবয়স্ক বাপ্পা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর মাছ ধরেছে। তবে হুইল ছিপে ১২ কেজি ওজনের চিতল ধরতে পারবেন ভাবতে পারেননি।বাপ্পা জানালেন, শনিবার মাছ ধরার নেশায় সাতসকালেই রাজবাড়ির দীঘিতে ছিপ ফেলে বসেছিলেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আচমকা টান পড়ে বঁড়শিতে। ঝপ করে ডুবে যায় ফাতনা। দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন, বঁড়শির টোপ যে গিলেছে সেটি গায়ে-গতরে বেশ বড়ই হবে।

তারপর শুরু হয় মাছে-মানুষে খেলা। তিনি একবার সুতো ছাড়তে থাকেন, একবার গোটান। বঁড়শিতে আটকানো মাছের টানে একসময় ছিপ ভাঙার জোগাড় হয়। মনে হয় এই বুঝি সুতো সহ বঁড়শি নিয়ে মাছ বিদেয় হল। কিন্তু দীর্ঘদিনের মাছ ধরার সুবাদে ধৈর্য যে এখানে বড় জিনিস বিলক্ষণ জানতেন বাপ্পা। তাই তিন ঘণ্টা ধরে মাছকে ল্যাজে খেলাতে থাকেন তিনি। একসময় ক্লান্ত হয়ে পড়ে বিশাল মাছ। তারপর যখন তোলেন তখন বুঝতে পারেন, বিশাল নয় রীতিমতো রাক্ষুসে চিতল।

এত বড় মাছ ধরে রীতিমতো গর্বিত বাপ্পা দাস। তাঁর কথায়, “এই দিঘিতে বড় বড় চিতল আছে শুনেছিলাম। কিন্তু এত বড় মাছ কোনওদিন দেখিনি। আর এত বড় মাছ যে আমার ছিপে উঠবে তা কখনও ভাবিনি। অবশ্যই এই দিনটা মনে রয়ে যাবে”।

আর অত বড় চিতলের গতি কি হল!

না, বিক্রি করেননি মৎস্য প্রেমী বাপ্পা দাস। বরং ওই মাছ কাটিয়ে মাছ ধরার খুশিতে তাঁর আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর মধ্যে বিলিয়েছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version