Sunday, November 9, 2025

কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন

Date:

ইতিমধ্যে ৩০ জন সাংসদ আক্রান্ত হয়েছেন কোভিডে। তার মাঝে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলার কথা ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু সংসদ সূত্রে খবর, তার আগেই সংসদের কাজ অর্থাৎ বাদল অধিবেশন শেষ করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নইলে বড়জোর শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১ অক্টোবর পর্যন্ত যে অধিবেশন চলবে না, তা এক প্রকার প্রায় নিশ্চিত।

কোভিডের ঘনঘটায় দিল্লিতে সাংসদদের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে। এর মাঝে শনিবার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে (বিএসি) অধিকাংশ বিরোধী দল সহ শাসক দলেরও কয়েকজন অধিবেশন আপাতত স্থগিত করার অনুরোধ করেন। তাঁদের বক্তব্য, বহু সাংসদ বয়স্ক রয়েছেন। তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি কৃষি বিল আজ, রবিবার রাজ্যসভায় পেশ করার কথা। সেই বিল নিয়ে অনেকেরই বহু সংশোধনীর দাবি রয়েছে। এ নিয়ে দীর্ঘ আলোচনারও দাবি জানান তাঁরা। তাই টানা সংসদ শুরু হলে এ নিয়ে আলোচনা হোক, তেমনই দাবি তাঁদের।

ফলে সাংসদদের কথা বিবেচনা করেই সরকার হয়তো আর অধিবেশন দীর্ঘায়িত করার পথে হাঁটবে না। সেই সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তবে কৃষি বিল নিয়ে আলোচনায় সংসদ যে উত্তাল হবে, তা পরিষ্কার। যদিও কৃষি বিলে সরকারের বাইরে বেশ কিছু দলের সমর্থন পেতে পারে বিজেপি। ওয়াই এস আর থেকে শুরু করে আরও কয়েকটি দক্ষিণের দলের সঙ্গে কথা হচ্ছে বিজেপির। ফলে রাজ্যসভায় বিলবয়াশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version