Sunday, November 9, 2025

কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন

Date:

ইতিমধ্যে ৩০ জন সাংসদ আক্রান্ত হয়েছেন কোভিডে। তার মাঝে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলার কথা ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু সংসদ সূত্রে খবর, তার আগেই সংসদের কাজ অর্থাৎ বাদল অধিবেশন শেষ করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নইলে বড়জোর শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১ অক্টোবর পর্যন্ত যে অধিবেশন চলবে না, তা এক প্রকার প্রায় নিশ্চিত।

কোভিডের ঘনঘটায় দিল্লিতে সাংসদদের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে। এর মাঝে শনিবার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে (বিএসি) অধিকাংশ বিরোধী দল সহ শাসক দলেরও কয়েকজন অধিবেশন আপাতত স্থগিত করার অনুরোধ করেন। তাঁদের বক্তব্য, বহু সাংসদ বয়স্ক রয়েছেন। তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি কৃষি বিল আজ, রবিবার রাজ্যসভায় পেশ করার কথা। সেই বিল নিয়ে অনেকেরই বহু সংশোধনীর দাবি রয়েছে। এ নিয়ে দীর্ঘ আলোচনারও দাবি জানান তাঁরা। তাই টানা সংসদ শুরু হলে এ নিয়ে আলোচনা হোক, তেমনই দাবি তাঁদের।

ফলে সাংসদদের কথা বিবেচনা করেই সরকার হয়তো আর অধিবেশন দীর্ঘায়িত করার পথে হাঁটবে না। সেই সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তবে কৃষি বিল নিয়ে আলোচনায় সংসদ যে উত্তাল হবে, তা পরিষ্কার। যদিও কৃষি বিলে সরকারের বাইরে বেশ কিছু দলের সমর্থন পেতে পারে বিজেপি। ওয়াই এস আর থেকে শুরু করে আরও কয়েকটি দক্ষিণের দলের সঙ্গে কথা হচ্ছে বিজেপির। ফলে রাজ্যসভায় বিলবয়াশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version