Thursday, August 21, 2025

কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন

Date:

ইতিমধ্যে ৩০ জন সাংসদ আক্রান্ত হয়েছেন কোভিডে। তার মাঝে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলার কথা ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু সংসদ সূত্রে খবর, তার আগেই সংসদের কাজ অর্থাৎ বাদল অধিবেশন শেষ করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নইলে বড়জোর শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১ অক্টোবর পর্যন্ত যে অধিবেশন চলবে না, তা এক প্রকার প্রায় নিশ্চিত।

কোভিডের ঘনঘটায় দিল্লিতে সাংসদদের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে। এর মাঝে শনিবার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে (বিএসি) অধিকাংশ বিরোধী দল সহ শাসক দলেরও কয়েকজন অধিবেশন আপাতত স্থগিত করার অনুরোধ করেন। তাঁদের বক্তব্য, বহু সাংসদ বয়স্ক রয়েছেন। তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি কৃষি বিল আজ, রবিবার রাজ্যসভায় পেশ করার কথা। সেই বিল নিয়ে অনেকেরই বহু সংশোধনীর দাবি রয়েছে। এ নিয়ে দীর্ঘ আলোচনারও দাবি জানান তাঁরা। তাই টানা সংসদ শুরু হলে এ নিয়ে আলোচনা হোক, তেমনই দাবি তাঁদের।

ফলে সাংসদদের কথা বিবেচনা করেই সরকার হয়তো আর অধিবেশন দীর্ঘায়িত করার পথে হাঁটবে না। সেই সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তবে কৃষি বিল নিয়ে আলোচনায় সংসদ যে উত্তাল হবে, তা পরিষ্কার। যদিও কৃষি বিলে সরকারের বাইরে বেশ কিছু দলের সমর্থন পেতে পারে বিজেপি। ওয়াই এস আর থেকে শুরু করে আরও কয়েকটি দক্ষিণের দলের সঙ্গে কথা হচ্ছে বিজেপির। ফলে রাজ্যসভায় বিলবয়াশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version