Sunday, November 2, 2025

বঙ্গভঙ্গের দাবিকে কি সমর্থন করছে বিজেপি ? কণাদ দাশগুপ্তের কলম

Date:

 

কণাদ দাশগুপ্ত

বঙ্গভঙ্গে মরিয়া বিজেপি !

লোকসভার বাদল অধিবেশনে দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা ‘গোর্খাল্যান্ড’- এর দাবিতে সরব হলেন ১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখ, বেলা ৪টে নাগাদ৷ প্রশ্ন উঠেছে, বঙ্গভঙ্গের দাবি নিয়েই কি একুশের ভোটে যাবে মরিয়া বিজেপি ?

লোকসভা টিভিতে দেখা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর,২০২০, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঠিক সামনের আসনে দাঁড়িয়ে বিজেপা সাংসদ রাজু বিস্তা সংসদে বলছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ৩৭০ ধারা ইস্যুতে সাহসী ভূমিকা নিয়েছিলেন, দেশের দেড় কোটি গোর্খার আলাদা রাজ্যের দাবিও সেইভাবে পূরণ করবেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির ‘সংকল্প পত্রে’ গোর্খাদের আলাদা রাজ্যের কথা বলা হয়েছিলো৷ অতীতে দু’বার, ১৯৮৮ ও ২০১১ সালে DGHC এবং GTA ঘোষণা হলেও, তাতে গোর্খাদের দাবি পূরণ হয়নি৷ এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান প্রয়োজন দেশের নিরাপত্তার স্বার্থেই৷” রাজু বিস্তা যখন সংসদে ‘গোর্খাল্যান্ড’- এর দাবি জানাচ্ছেন, সেই সময় ঠিক তাঁর পিছনে বসে আছেন বঙ্গ- বিজেপি’র সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ৷

বিজেপি এক জাতীয়স্তরের রাজনৈতিক দল৷ এই দলের সাংসদরা স্পর্শকাতর কোনও সর্বভারতীয় বিষয়ে নিজের ইচ্ছামাফিক সংসদে ভাষন দেবেন, তা মেনে নেওয়া যায় না৷ দলের নীতি’র বাইরে গিয়ে মাঠ-ময়দানের সমাবেশে কিছু বলা গেলেও, সংসদে দাঁড়িয়ে সেভাবে বলা যায়না৷ সুতরাং ধরে নেওয়াই উচিত, বিজেপির সাংসদ রাজু বিস্তা ওইদিন যেভাবে বাংলা ভাগ করে আলাদা গোর্খাল্যান্ড গঠনের পক্ষে সওয়াল করলেন, তাতে বিজেপির সায় আছে৷ সর্বভারতীয় বিজেপি এই ইস্যুর সমর্থক না বিরোধী, তা এখনও স্পষ্ট নয়৷

কিন্তু এদিন লোকসভা টিভিতে দেখা গিয়েছে, বক্তার পিছনে বসে সতীর্থ সাংসদের বাংলাকে টুকরো করার দাবিকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ টেবিল চাপড়াচ্ছেন দিলীপ ঘোষ৷ কে এই দিলীপ ঘোষ ? উনি বঙ্গ-বিজেপি’র শীর্ষতম নেতা, ওনার নেতৃত্বেই সম্ভবত বিজেপি একুশের ভোটে লড়বে৷ দিলীপবাবুর টেবিল চাপড়ানো দেখে নিশ্চিত হওয়া গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে বাংলাকে ভেঙ্গে ‘গোর্খাল্যান্ড’ গঠনের দাবিকেই বিজেপি একুশের ভোটে ইস্যু করবে৷ দিলীপবাবুর এই টেবিল চাপড়ানো বা তালি দেওয়াই প্রমান করছে, বঙ্গ-বিজেপি বঙ্গভঙ্গের দাবিকে সমর্থন করে এবং আলাদা গোর্খাল্যান্ড চায়৷

বঙ্গভঙ্গের যে অ্যাজেণ্ডা ঝুলি থেকে বাইরে নিয়ে এলো বিজেপি, এবং যেভাবে বঙ্গ-বিজেপি সেই দাবিকে সমর্থন করলেন, তার ব্যাখ্যা বাংলার মাটিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে দিতেই হবে, আজ বা কাল৷

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version